• ২৩ মে ২০২০ ১৬:১৬:০৫
  • ২৩ মে ২০২০ ২১:৩৭:০৭
অন্যকে জানাতে পারেন: Facebook Twitter Google+ LinkedIn Save to Facebook প্রিন্ট করুন
বিজ্ঞাপন

তাদের টাকার বস্তা কাজে আসলো না আজ

ফাইল ছবি


কাজি মোহাম্মদ মাসুদুর রহমান :


চট্টগ্রামের স্বনামধন্য ব্যবসায়ী গ্রুপ পরিবারের সকল সদস্য কোভিড-১৯ এফেক্টেড। যাদের আছে মিলিয়ন মিলিয়ন ডলারের সম্পত্তি। চাইলে তারা ডজনখানেক কোকিলাবেন ধীরুভাই হসপিটাল কিংবা বামরুনগ্রাদ হসপিটাল বানানো কোন ব্যাপার ছিলো না। অথচ আজকে তাদের নিজেদের মধ্যে আইসিইউ বেড শাফলিং করতে হলো। লোকমুখে প্রচলিত এক ভাই  ক্রিটিক্যাল সিচুয়েশনে এডমিট হলে ভেন্টিলেটর দেওয়ার প্রয়োজন হলেও কোন ভেন্টিলেটর খালি ছিল না ঐ মুহূর্তে। সবগুলোই বুকড রোগী দিয়ে। কিছুটা ইমপ্রুভের দিকে যাওয়া আগে থেকে এডমিট আরেক ভাইকে নামিয়ে দিয়ে তাকে দেওয়া হয়। যদিও বাঁচেননি শেষ পর্যন্ত।

বেচে থাকতে উনাদের মত ম্যাগনেটরা এদিকে নজর দেননি। কিছু হলেই উড়াল দিতেন। কী নির্মম পরিহাস টাকার বস্তা কাজে আসলো না আজ।

কতো অপ্রতুলতা, কতো সীমাহীন দুর্নীতিতে চলতো এই হেলথ সেক্টর। সিম্পলি টারশিয়ারি হসপিটালে শীতকালে ৭/৮ টা রোগির রেসপিরেটরি ডিস্ট্রেস শুরু হলে সবাইকে একসাথে অক্সিজেন কিংবা নেবুলাইজ করা যেতো না। কারণ আছেই দুইটা নেবুলাইজার মাত্র, তাও ফার্মা কোম্পানির গিফট। শাফলিং করে দেওয়া হতো, ৫ মিনিট দিয়ে খুলে ফেলে আরেকজনকে। অসহায় রুট লেভেলের রোগিটার দিকে তাকানো যেত না। 
লিখতে গেলে অনেক কিছুই লেখা যায়।

আজ পর্যন্ত কেউ আওয়াজ তোলে নাই যে সরকারি হসপিটালে দুপুর ১টার পর কেন ইনভেস্টিগেশন হয় না? রাতে সিম্পল ডায়রিয়াজনিত রোগীর ইউরিন আউটপুট নিয়ে আসা রোগীর তৎক্ষণাত ক্রিয়েটিনিন হবে না কেন? কোন যুক্তিতে ফ্লোরে শুয়ে চিকিৎসা নিতে হবে? ডাক্তারকে দুটো গালি দিলে বরং সুখ পাওয়া যায়।

প্রাইভেট হেলথ সেক্টর মানেই ফটকাবাজি এদেশে। হার্ট ফাউন্ডেশন কিংবা পাহাড়তলী আই এর মতো কোয়ালিটি সার্ভিস দেওয়া ইন্সটিটিউট হাতে গোনা কয়েকটা। বেশিরভাগ সার্ভিসের তুলনায় বিলিং করে মাত্রা তিরিক্ত। লাখ টাকা বিলিং করে স্টাফদের স্যালারী দেয় না ঠিকমতো। পাশ করে বের হবার পর দালাল দিয়ে রোগী ভাগানো দেখে নিজেরে নিজের প্রতি ঘেন্না লাগে। আনফিট মনে হয় প্রতিনিয়ত এই প্রফেশনে।

করোনা এসে স্রেফ নাঙ্গা করে দিছে। এরপরো আশা নিরাশার স্বপ্ন দেখি করোনা পরবর্তী  হেলথ সেক্টরকে ভেঙ্গেচুরে নতুন করে গড়া হবে৷ যেখানে সবার একাউন্টেবিলিটি থাকবে।

লেখা : ফেসবুক থেকে নেয়া

বিজ্ঞাপন

সংশ্লিষ্ট বিষয়

করোনাভাইরাস

আপনার মন্তব্য

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Page rendered in: 0.0722 seconds.