ছবি : সংগৃহীত
প্রতি ঈদের সাথে জড়িয়ে গেছে দেশের সবচেয়ে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র নাম। হানিফ সংকেতের গ্রন্থনা, পরিকল্পনা ও উপস্থাপনায় এ অনুষ্ঠানটি তিন দশকের বেশি সময় ধরে দর্শক-শ্রোতাদের কাছে জনপ্রিয়তা ধরে রেখেছে। এবার করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে ঈদে প্রচারিত হবে ব্যতিক্রমী ‘ইত্যাদি’।
সামাজিক দূরত্ব বজায় রাখতে ৩০ বছরে এই প্রথম পর্যটন ও দর্শনীয় স্থানগুলোতে গিয়ে ধারণ করা হয়নি এবারের পর্বটি। করোনাভাইরাসের কারণে পুরো পর্বটিই সম্পাদনার টেবিলে বসে সেরেছেন এর মূল প্রাণভোমরা হানিফ সংকেত। সম্পূর্ণ ব্যতিক্রমী পরিকল্পনায় ঈদের এবারের ‘ইত্যাদি’ সাজিয়েছেন তিনি। এর শুরুতে ও শেষে একটি বিশেষ চমক থাকছে বলে জানা গেছে।
হানিফ সংকেত এ প্রসঙ্গে বলেন, “ঈদ ‘ইত্যাদি’র পুরোনো কয়েকটি পর্ব থেকে নতুন একটি সংকলন তৈরি করা হয়েছে।”
এটি অতীতের যেকোনো নতুন পর্বের চেয়েও জমজমাট মনে হবে উল্লেখ করে দর্শক স্মৃতিকাতর হবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।
ফাগুন অডিও ভিশনের ব্যানারে নির্মিত অনুষ্ঠানটি ঈদের পর দিন রাত ৮টার বাংলা সংবাদের পর একযোগে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ড-এ প্রচারিত হবে।
বাংলা/এসএ/