ছবি : সংগৃহীত
করোনাভাইরাস মহামারীর মধ্যেই আরো এক প্রাণঘাতী ভাইরাস সংক্রমণ আতঙ্কের কথা জানালেন গবেষকরা। ফার্মের মুরগী থেকে এ ভাইরাস ছড়ানোর আশঙ্কা প্রকাশ করছেন তারা। বিজ্ঞানীরা জানিয়েছেন, এ ভাইরাসটি করোনাভাইরাস থেকেও মারাত্মক হবে।
মার্কিন নিউট্রিশানিস্ট ডক্টর মাইকেল গ্রেগার জানিয়েছেন, মুরগীদের ফার্মে যেখানে লালন-পালন করা হয় সেখান থেকে একটি প্রাণঘাতী ভাইরাস ছড়াতে পারে। আর সেই ভাইরাসটি হবে করোনাভাইরাস থেকেও মারাত্মক।
প্রাথমিকভাবে বিজ্ঞানীদের ধারণা, কোভিড-১৯ বাদুড়দের থেকে ছড়িয়েছে। যাতে এ পর্যন্ত সারা পৃথিবীতে ৩৬৪,০০০ জন মারা গেছেন।
ডক্টর গ্রেগার নিজের নতুন বই ‘How To Survive A Pandemic’ -এ জানিয়েছেন, যেখানে ফার্মের মুরগী লালন-পালন করা হয় সেখান থেকে একটি অতিমারী ভাইরাস ছড়িয়ে পড়তে পারে। সেটি মানবজাতির জন্য মারাত্মক হবে।
নিজের লেখায় তিনি বলেছেন, ‘হংকংয়ে ১৯৯৭ সালে মুরগী এমন একটি ভাইরাস ছড়িয়ে পরেছিলো, যা H5N1। এটা কখনোই পুরোপুরি নিরাময় হয়নি, যে কোনো মুহূর্তে সেটা আবার ফিরে আসতে পারে। তবে কখন আসবে এটাই প্রশ্ন।
তিনি আরো লিখেছেন, পাখিদের থেকে যে সংক্রমণ ছড়ায় তা খুব কম সময়েই মানুষের উপর প্রভাব ফেলে। এমন অবস্থায় মানুষ থেকে মানুষে যেভাবে ভাইরাস সংক্রমণ ঘটছে তাতে, নতুন ভাইরাসটি কবে আঘাত হানবে সেটাই প্রশ্ন।
ডক্টর গ্রেগার জানিয়েছেন, ফার্মে মুরগীদের যেভাবে পালন করা হয়, তা খুবই অস্বাস্থ্যকর, তবে এ বিষয়ে একটু নজর দিলে এই সংক্রমণ ঠেকানো যাবে।
তার মতে, যেভাবে ছোট জায়গার মধ্যে মুরগীদের রাখা হয় তাতে তারা নিজেদের ডানাগুলোও নাড়াতে পারে না। পাশাপাশি নিজেদের থেকে যে জিনিস শরীর থেকে বেরোয় তাতে অ্যামোনিয়া লেভেল বাড়িয়ে সংক্রমণের সুযোগ আরো বাড়িয়ে দেয়।