• বিদেশ ডেস্ক
  • ০৮ জুন ২০২০ ১০:৪৪:২৭
  • ০৮ জুন ২০২০ ১০:৪৪:২৭
অন্যকে জানাতে পারেন: Facebook Twitter Google+ LinkedIn Save to Facebook প্রিন্ট করুন
বিজ্ঞাপন

নিউ জিল্যান্ড এখন শতভাগ করোনামুক্ত!

ছবি : সংগৃহীত

সময়ের সাথে সাথে যখন সারা পৃথিবীর অধিকাংশ স্থানে করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছে, তখন নিউ ‍জিল্যান্ডে উল্টো ঘটনা ঘটছে। গত দুই সপ্তাহেরও বেশি সময় ধরে দেশটিতে নতুন কোনো করোনারোগী শনাক্ত হয়নি। যে কারণে আনুষ্ঠানিকভাবে নিজেদের করোনামুক্ত দেশ হিসেবে ঘোষণা দিয়েছেন জেসিন্ডা আরডার্ন সরকার।

দেশটির সর্বশেষ করোনা রোগী সুস্থ হওয়ার পর আজ ৮ জুন, সোমবার বিকালে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেয় কর্তৃপক্ষ। এদিন সকালেই সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিলো সে দেশের শেষ কোভিড পজিটিভ রোগীও এখন সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন।

এদিয়ে করোনামুক্ত ঘোষণার পর দেশটিতে সামাজিক দূরত্বের বিধিনিষেধ আর থাকবে কি না সে ব্যাপারে সরকারিভাবে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে বলে জানিয়েছে বিবিসি।

এর আগে টানা কয়েক সপ্তাহ ধরে কড়াভাবে লকডাউন পালন করে নিউ জিল্যান্ড। লকডাউনের সময় দেশের প্রত্যেক মানুষ যাতে ঘরে থাকেন তা নিশ্চিত করেছিলো প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্নের সরকার। তার ফলও হাতেনাতে মিলেছে। বিশ্বের বেশিরভাগ দেশ এখনো যেখানে এই ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে দিশেহারা, তখন করোনাশূন্য দেশগুলির তালিকায় স্থান পেল নিউজিল্যান্ড।

আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে, ওশেনিয়া অঞ্চলের এ দেশটিতে মোট ১ হাজার ৫০৪ জন করোনায় আক্রান্ত হয়েছিলেন। এদের মধ্যে ২২ জন মারা গেছেন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন বাকি ১ হাজার ৪৮২ জন।

বাংলা/এসএ/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Page rendered in: 0.1496 seconds.