রেনি গ্রেসির। ছবি: সংগৃহীত
সারাবিশ্ব রেনি গ্রেসিরকে রেসিং ড্রাইভার হিসেবেই চিনতো। বিশেষ করে যারা ফর্মুলা ওয়ান বা অন্যান্য কার রেসিংয়ের ভক্ত তারা অস্ট্রেলিয়ান এই রেসিং ড্রাইভারের নাম অবশ্যই শুনে থাকবেন। ২০১৫ সালে ভি৮ সুপারকারস ডানলপ সিরিজে প্রথম মহিলা রেসিং ড্রাইভার হিসেবে প্রতিযোগিতায় অংশ নেন তিনি। তখন থেকেই খ্যাতি পেয়ে যান রেনি। কিন্তু শুনলে অবাক হবেন আজ তিনি একজন পর্নস্টার।
কিন্তু সব সময় যায় না। কয়েক বছর পর থেকেই হঠাৎ করেই পারফর্ম্যান্স খারাপ হতে শুরু করে রেনির। এ কারণে স্পনসররাও তার কাছ থেকে সরে দাঁড়ায়। ফলে প্রবল আর্থিক সংকটের মধ্যে পড়ে যান। আর্থিক সংকটে সম্প্রতি রেসিং কেরিয়ারও শেষ হয়ে যায় তার। এরপর রেনি যোগ দিলেন অ্যাডাল্ট ফিল্ম ইন্ডাস্ট্রিতে। এমন খবর করেছে সংবাদমাধ্যম নিউজ এইট্টিন।
অবশ্য পর্নোগ্রাফি জগতে যাওয়ার কারণ নিজ মুখেই জানান সাবেক এই রেসিং ড্রাইভার। এ বিষয়ে ইনস্টাগ্রামে ১০ মিনিটের একটি ভিডিও শেয়ার করেছেন তিনি। ওই ভিডিওতে বলেন, ‘আমি প্রচুর অর্থ উপার্জন করেছি এই দুই মাসে। ৬ অঙ্কের কাছাকাছি অর্থ। এই টাকা পেয়ে এত ভালো লাগছে, কী বলবো। আত্মবিশ্বাস বেড়ে গিয়েছে, সাফল্য আসবেই।’
রেনি আরো বলেন, ‘মানুষ ভাবছে, আমি হয়তো খুবই কষ্টে আছি। কেরিয়ার বদলে আপসেট৷ না, এরকম কিছু নয়। আমি স্বচ্ছন্দ্যে কাজ করছি। কোনো অসুবিধা হচ্ছে না, আমি খুশি। আমার অতীত আমার ভবিষ্যৎ না-ই হতে পারে।’
পর্নস্টার হওয়ার পর তার আর্থিক অভাব চলে গিয়েছে বলে জানান রেনির। অস্ট্রেলিয়ার একটি সংবাদমাধ্যমকে তিনি জানান, প্রতি সপ্তাহে তিনি ২৫ হাজার মার্কিন ডলার উপার্জন করছেন। বাংলাদেশি মূদ্রায় তা প্রায় ১৯ লাখের সমান।
বাংলা/এনএস