• বিদেশ ডেস্ক
  • ১৬ জুন ২০২০ ২০:২৯:৪৪
  • ১৭ জুন ২০২০ ১০:৫৮:৩২
অন্যকে জানাতে পারেন: Facebook Twitter Google+ LinkedIn Save to Facebook প্রিন্ট করুন
বিজ্ঞাপন

নিউজিল্যান্ডে ২৫ দিন পর আবারো করোনা শনাক্ত

ফাইল ছবি

প্রাণঘাতী করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারী থেকে মুক্ত হওয়ার পর আবারো করোনা রোগী শনাক্ত করেছে নিউজিল্যান্ড। মুক্ত হওয়ার মাত্র ২৫ দিনের মাথায় এই ঘটনা ঘটলো। দেশটিতে নুতন করে দু’জনের শরীরে এই ভাইরাস ধরা পড়েছে। তারা দু’জনই বিদেশ থেকে দেশে ফিরেছিলেন।

সম্প্রতি ওই দুই ব্যক্তি যুক্তরাজ্য থেকে নিউজিল্যান্ডে ফিরেছেন বলে জানা গেছে। ১৬ জুন, মঙ্গলবার নিউজিল্যান্ডের স্বাস্থ্য বিভাগের কর্মীরা দেশটির গণমাধ্যমের কাছে এই তথ্য নিশ্চিত করেন।

প্রতিবেদনে বলা হয়, নিউজিল্যান্ড টানা ২৫ দিন কোনো আক্রান্ত শনাক্ত হয়নি। তবে বিদেশফেরত আরো অনেকে করোনায় আক্রান্ত থাকতে পারেন। তাদের অবশ্যই দুই সপ্তাহের জন্য সরকার নিয়ন্ত্রিত কোয়ারেন্টাইন সেন্টারে থাকতে হবে।

প্রসঙ্গত, দেশটিতে ৮ জুন সর্বশেষ করোনা রোগী সুস্থ হয়ে বাড়ি ফেরেন। এর আগে ৭ জুন সীমান্ত নিয়ন্ত্রণ ব্যতীত নিউজিল্যান্ডের অভ্যন্তরীণ সব নিষেধাজ্ঞা তুলে নেয়ার ঘোষণা দিয়েছেলেন দেশটির প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন।

প্রসঙ্গত, ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে, ১৬ জুন, মঙ্গলবার সারাবিশ্বে করোনায় মোট আক্রান্ত বেড়ে ৮১ লাখ ১২ হাজার ৯৩৩ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে ৪ লাখ ৩৯ হাজার ৬১ জন ইতোমধ্যে মারা গেছেন।

বাংলা/এনএস

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Page rendered in: 0.1586 seconds.