ফাইল ছবি
মার্কিন যুক্তরাষ্ট্রে চলমান বর্ণবাদবিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে সে দেশের কৃষ্ণাঙ্গ জনগোষ্ঠীকে আমন্ত্রণ জানিয়েছে ঘানা সরকার। যুক্তরাষ্ট্রের চরম বর্ণবাদী পরিবেশ থেকে বের হয়ে তাদের দেশে বসবাসের জন্যও আহ্বান জানিয়েছে দেশটির পর্যটন মন্ত্রণালয়।
মার্কিন সমাজের গভীরে বর্ণবাদী চিন্তাধারা শেকড় গজিয়েছে উল্লেখ করে দেশটির পর্যটন মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রের কৃষ্ণাঙ্গ জনগোষ্ঠীকে উদ্দেশ্য করে এক বিবৃতিতে বলেছে, ‘আমেরিকায় বসবাসকারী আমাদের সকল ভাই ও বোনকে ঘানায় চলে আসার আহ্বান জানাচ্ছি। ঘানা ও আফ্রিকাকে আপনারা নিজেদের বাড়ি মনে করতে পারেন।’
গত ২৫ মে মার্কিন যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপলিসে পুলিশি হেফাজতে নির্মমভাবে নিহত হন জর্জ ফ্লয়েড নামের এক কৃষ্ণাঙ্গ ব্যক্তি। এক পুলিশ সদস্য তাকে হাঁটু দিয়ে গলায় চেপে ধরলে ঘটনাস্থলেই মারা যান তিনি। এর জেরে মাসখানেক ধরে যুক্তরাষ্ট্রজুড়ে চলছে বিক্ষোভ।
বিক্ষোভেও বেশ কয়েকজন নিহত হয়েছেন। হাজারো প্রতিবাদকারী আহত ও বন্দী হয়েছেন। পুলিশের সাথে তাদের সংঘর্ষের ঘটনাও ঘটে চলেছে। এমন অবস্থায় সম্প্রতি জর্জ ফ্লয়েডের একটি ভাস্কর্যের মোড়ক উন্মোচন করেছে ঘানা সরকার।
বাংলা/এসএ/