• বিদেশ ডেস্ক
  • ০২ জুলাই ২০২০ ১০:৩৯:৫৪
  • ০২ জুলাই ২০২০ ১০:৩৯:৫৪
অন্যকে জানাতে পারেন: Facebook Twitter Google+ LinkedIn Save to Facebook প্রিন্ট করুন
বিজ্ঞাপন

লকডাউনের নিয়ম অমান্য : নিউজিল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ

ফাইল ছবি

লকডাউনের নিয়ম অমান্য করে সমালোচনার মুখে পড়ায় পদত্যাগ করেছেন নিউজিল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রী ডেভিড ক্লার্ক। আজ ২ জুলাই, বৃহস্পতিবার তার পদত্যাগপত্র গ্রহণের বিষয়টি জানিয়েছেন তাসমান সাগরের পূর্ব তীরের দেশটির প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডান।

প্রাণঘাতী নভেল করোনাভাইরাস মোকাবিলায় শুরু থেকেই সাফল্য দেখিয়ে আসছে নিউজিল্যান্ড। গতমাসেই দেশটি পুরোপুরি করোনারোগী শূন্য হয়ে গিয়েছিলো।

গত এপ্রিলে লকডাউন চলাকালেই নিয়ম অমান্য করে পরিবারের সদস্যদের নিয়ে সৈকতে বেড়াতে যান স্বাস্থ্যমন্ত্রী ডেভিড ক্লার্ক। এরপর তীব্র সমালোচনার মুখে ছিলেন তিনি। এর জের ধরেই তিনি পদত্যাগ করেছেন বলে ধারণা করা হচ্ছে।

অন্তর্বর্তীকালীন স্বাস্থ্যমন্ত্রী হিসেবে দেশটির শিক্ষামন্ত্রী ক্রিস হিপকিনস সেপ্টেম্বরে নির্বাচনের আগ পর্যন্ত  দায়িত্ব পালন করবেন।

এখন পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে ২২ জন মারা গেছেন। সেখানে মোট ১ হাজার ৫২৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়। এদের অধিকাংশই সুস্থ হয়ে গেছেন। দেশটিতে এখন হাতেগোনা কয়েকজন করোনারোগী চিকিৎসাধীন আছেন।

বাংলা/এসএ/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Page rendered in: 0.1458 seconds.