ছবি: বিবিসি থেকে নেয়া
আফ্রিকা মহাদেশের দক্ষিণের দেশ বতসোয়ানায় শত শত হাতির মৃতদেহ যেখানে-সেখানে পড়ে রয়েছে। গত দুই মাসে ড. নিয়াল ম্যাককান এবং তার সহকর্মীরা মিলে প্রায় ৩৫০টিরও বেশি হাতির মৃতদেহ উদ্ধার করেছেন। ওই এলাকার ওকাভাঙ্গো অঞ্চলে গত মে মাস থেকে হাতির মৃতদেহগুলো উদ্ধার করা হয়।
তবে এতো সংখ্যায় হাতি মৃত্যুর কারণ কী তা জানা যায়নি। এমন খবর প্রকাশ করেছে সংবাদমাধ্যম বিবিসি।
ওই খবরে বলা হয়, ড. ম্যাককান ও তার সঙ্গীরা একটি ছোট বিমানে চড়ে জঙ্গলের অনেকটা অংশই ঘুরে দেখেন। সেখানে ৩ ঘণ্টার মধ্যে ১৬৯টি হাতির মৃতদেহ দেখতে পান তারা। এরপর একমাসের মধ্যেই আরো একাধিক হাতির মৃতদেহ খুঁজে পাওয়া যায়। সেখানে এখন পর্যন্ত মৃত হাতির সংখ্যা ৩৫০ ছাড়িয়ে গিয়েছে। এইভাবে হাতি মৃত্যুর ঘটনায় নড়েচড়ে বসেছে বতসোয়ানার সরকার।
এদিকে ওই মৃত হাতিগুলোকে পরীক্ষা করা হয়েছে। সেই পরীক্ষার ফলাফল আরো কয়েক সপ্তাহ পর জানা যাবে বলে জানিয়েছে বতসোয়ানার সরকার।
বাংলা/এনএস