• ফিচার ডেস্ক
  • ০৪ জুলাই ২০২০ ১৩:১৪:৪৩
  • ০৪ জুলাই ২০২০ ১৩:১৪:৪৩
অন্যকে জানাতে পারেন: Facebook Twitter Google+ LinkedIn Save to Facebook প্রিন্ট করুন
বিজ্ঞাপন

বৈশ্বিক উষ্ণতায় লক্ষণীয় অবনতি ঘটেছে

ছবি : সংগৃহীত

বিশ্বে তাপমাত্রা দ্রুত বৃদ্ধি পাচ্ছে এটা এখন আর অজানা বিষয় না। নানাবিধ গবেষণায় এটা এখন প্রমাণিত হয়েছে। প্রশ্ন হচ্ছে, ঠিক কখন থেকে এ অবস্থার শুরু হয়েছে? আঞ্চলিক স্তরে করা গবেষণা সূত্র বলছে, ১৯৫০ এর দশক থেকে বিশ্বের প্রায় প্রতিটি অঞ্চলে হিটওয়েভেট (তাপতরঙ্গ) দৈর্ঘ্য এবং মাত্রা উভয়ই বৃদ্ধি পেয়েছে।

এতে দেখা গেছে, পৃথিবীর নানা অঞ্চলে হিটওয়েভের তীব্রতা বৃদ্ধি পেয়েছে। অ্যামাজন, উত্তর-পূর্ব ব্রাজিল, পশ্চিম এশিয়া (উপমহাদেশ এবং মধ্য এশিয়ার অংশগুলি সহ) এবং ভূমধ্যসাগরীয় অঞ্চল, দক্ষিণ অস্ট্রেলিয়া এবং উত্তর এশিয়া। একমাত্র জনবহুল মধ্য আমেরিকা অঞ্চল এ প্রবণতা লক্ষ্যণীয় ছিল না।

জার্নাল নেচার কমিউনিকেশনস-এ প্রকাশিত এই সমীক্ষায় দেখা গেছে যে অঞ্চলে মোট উষ্ণতর দিনের সংখ্যা বেড়েছে এবং হিটওয়েভগুলো গত ৭০ বছর ধরে ক্রমাগত দীর্ঘতর হয়ে উঠেছে।

হিটওয়েভ মৌসুম জুড়ে থাকা তীব্রতার পরিমাণটি পৃথিবীতে কয়েক দশক ধরে বেড়েছে বলে জানা গেছে। প্রতি দশকে গড় বৃদ্ধির এ হার ছিল ১ ডিগ্রি সেলসিয়াস এবং ৪.৫ ডিগ্রির মধ্যে (১.৮ ডিগ্রি ফারেনহাইট এবং ৮.১ ডিগ্রির মধ্যে বৃদ্ধি)। যদিও মধ্য প্রাচ্য, আফ্রিকা এবং দক্ষিণ আমেরিকার কিছু অংশে এ বৃদ্ধি ১০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ছিল।

অস্ট্রেলিয়ান রিসার্চ কাউন্সিল সেন্টার অব এক্সিলেন্সেস ফর ক্লাইমেট এক্সট্রিমস এবং স্টাডির শীর্ষস্থানীয় লেখক, সারা পার্কিনস-কিরকপ্যাট্রিক বলেছেন, গত ৭০ বছরে বিশ্বব্যাপী কেবলমাত্র দীর্ঘ তাপমাত্রা ছিল এমন নয় বরং এই প্রবণতা উল্লেখযোগ্যভাবে ত্বরান্বিত হয়েছে।

পার্কিনস-কিরকপ্যাট্রিক বলেছেন, “আমাদের চুপ করে থাকার সময় শেষ হয়েছে। হিটওয়েভগুলোতে আঞ্চলিক নাটকীয় পরিবর্তন আমরা প্রত্যক্ষ করেছি এবং এ ঘটনার সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে এবং ত্বরান্বিত হচ্ছে ।"

নিয়মিত রেকর্ড করা সবচেয়ে খারাপ হিটওয়েভের একটা হচ্ছে -দক্ষিণ-পূর্বাঞ্চলীয় অস্ট্রেলিয়ায় ২০০৯ সালের গ্রীষ্মকাল। এ সময়ে সবচেয়ে খারাপ হিট ওয়েভের মৌসুম ছিল যখন তীব্র উত্তাপের কারণে তিন দিনের বেশি সময় ধরে আনুমানিক ৩৭৪ জনেরও বেশি মানুষ মারা গিয়েছিল এবং এর দু'সপ্তাহ পরে ব্ল্যাক শনিবারে বুশফায়ারে ১৭৩ জন নিহত হয়েছিল।

সংশ্লিষ্ট বিষয়

বৈশ্বিক উষ্ণতা অবনতি

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Page rendered in: 0.1463 seconds.