ছবি : সংগৃহীত
দক্ষিণ আফ্রিকায় ব্যাপক হারে ছড়িয়ে পড়ছে নভেল করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ। উদ্ভূত পরিস্থিতির অবনতির আশঙ্কায় আগেভাগেই বিপুলসংখ্যক কবর খুঁড়ে রাখছে দেশটি। সংক্রমিত ও মৃতের সংখ্যার শীর্ষে থাকা গাওতেং প্রদেশে অন্তত ১৫ লাখ কবর খোঁড়ার প্রস্তুতি নেয়া হচ্ছে বলে প্রতিবেদনে জানিয়েছে আলজাজিরা।
রাজধানী প্রেটোরিয়া এবং দেশটির বৃহত্তম শহর জোহানেসবার্গ গাওতেং প্রদেশেরই অন্তর্ভুক্ত। ইতোমধ্যে সরকারি হিসেবে, এ প্রদেশে ৭১ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন, যা দেশটিতে মোট আক্রান্তের এক তৃতীয়াংশ।
পরিস্থিতি দিন দিন আরো ভয়াবহ হয়ে উঠছে বলেই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ বিষয়ে প্রাদেশিক কাউন্সিলের সদস্য ডা. বান্দিলে মাসুকু জানান, ‘এটি অস্বস্তিকর একটি সিদ্ধান্ত। এখন জনসাধারণের দায়িত্ব, এসব কবরের যাতে প্রয়োজন না হয়।’
তিনি বলেন, ‘আমরা নিরুপায়। যেভাবে মৃত্যুর হার বাড়ছে সে কারণে ভয় থেকে এসব করা।’
ইতোমধ্যে দক্ষিণ আফ্রিকায় করোনায় আক্রান্ত হয়ে ৩ হাজার ৬০২ জনের মৃত্যু হয়েছে। মোট আক্রান্ত বেড়ে ২ লাখ ২৪ হাজার ৬৬৫ জনে দাঁড়িয়েছে।
বাংলা/এসএ/