ছবি: সংগৃহীত
নিজ কর্মীদের কাছে সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটক ডিলিট করার নির্দেশ দিয়ে পাঠানো ইমেইল বার্তাটি ভুল ক্রমে গেছে বলে জানিয়েছে অ্যামাজন। ওই নির্দেশনায় বলা হয়েছিল, যে ফোন দিয়ে তারা কোম্পানির মেইল আদান-প্রদান করে সেই ফোন থেকে টিকটক ডিলিট করতে হবে।
‘নিরাপত্তা ঝুঁকি’র কারণে এই অ্যাপটি ডিলিট করার কথা বলা হয়। ১০ জুলাই, শুক্রবার কর্মীদের কাছে পাঠানো এক অভ্যন্তরীণ বার্তায় এই নির্দেশনা দেয়া হয়েছিল। এমন খবর প্রকাশ করেছে সংবাদমাধ্যম বিবিসি।
চীনা কোম্পানির মালিকানাধীন এই অ্যাপটি দেশটির সরকারের কাছে তথ্য পাচার করতে পারে, এমন শঙ্কা থেকে তদন্তের আওতায় নেয়া হয়েছে এই অ্যাপটিকে।
এ বিষয়ে টিকটক জানায়, তারা অ্যামাজনের উদ্বেগের বিষয়টি বুঝতে পারছে না।
অ্যামাজনের মুখপাত্র জানায়, ‘আজ সকালে আামাদের কর্মীদের কাছে ওই ইমেইলটি ভুল ক্রমে গেছে। টিকটকের বিষয়ে আমাদের নীতির এখনো কোন পরিবর্তন হয়নি।’
তবে শুক্রবারে একাধিক খবরে দেখা গেছে, কর্মীদের কাছে পাঠানো অভ্যন্তরীণ বার্তায় ফোন থেকে অ্যাপটি সরিয়ে ফেলতে হবে বলে নির্দেশ দেয় অ্যামাজন।
ওই বার্তায় বলা হয়, ‘নিরাপত্তা ঝুঁকির কারণে যে ফোনে অ্যামাজনের মেইল পাঠানো হয়, সেখানে এই অ্যাপ থাকার বিষয়টি অনুমোদন করা যাচ্ছে না। যদি আপনার ফোনে টিকটক থাকে তা ১০ জুলাইর মধ্যে সরিয়ে ফেলতে হবে অ্যামাজনের ইমেল আদান-প্রদানের জন্য।’
কৃত্রিম বৃদ্ধিমত্তায় চালিত সংক্ষিপ্ত ভিডিও অ্যাপ টিকটিক ডাউনলোডের দিকে দিয়ে বিশ্বে প্রথম। এর জনপ্রিয়তা করোনার (কোভিড-১৯) লকডাউনের সময়ে বৃদ্ধি পেয়েছে।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনেরও নজর পড়েছে বিষয়টি। গত সোমবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ফক্স নিউজ’কে জানান, চীনের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো বন্ধ করার বিষয়টি বিবেচনা করা হচ্ছে।
বাংলা/এনএস