ছবি: আলজাজিরা থেকে নেয়া
দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের পশ্চিমের একটি গির্জায় হামলায় পাঁচ জন নিহত হয়েছে। হামলাকারীদের কয়েকজনকে জিম্মি করে সেখানে নেয়া হয়েছিল, পরে তাদের ছেড়ে দেয়া হয়েছে বলে জানায় দেশটির পুলিশ। ১১ জুলাই, শনিবার এই হামলার ঘটনাটি ঘটে।
এই গির্জাটি দক্ষিণ আফ্রিকার মধ্যে সবচেয়ে বড় এবং সম্পদশালী। এমন খবর প্রকাশ করেছে সংবাদমাধ্যম আলজাজিরা।
পুলিশের মুখপাত্র বিষ্ণু নাইডু স্থানীয় সংবাদমাধ্যম ইএনসিএ টেলিভিশনকে জানায়, জুরবেকোমের ইন্টারন্যাশনাল পেন্টেকস্ট হৌলিনেস চার্চে এই হামলার ঘটনা ঘটে। এই হামলার সঙ্গে জড়িত অন্তত ৪০ জন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এছাড়াও ৪০টি আগ্নেয়াস্ত্রসহ বন্দুক, শটগান এবং হ্যান্ডগ্রেনেড উদ্ধার করা হয়।
পুলিশ আরো জানায়, সেখান থেকে পুরুষ, নারী ও শিশুদের উদ্ধার করা হয়েছে। তাদেরকে সেখানে জিম্মি করে রাখা হয়েছিল এবং দেখে মনে হয়েছিলে তারা গির্জায় বাস করতো। তবে এটা পরিষ্কার নয় ঠিক কতজনকে উদ্ধার করা হয়েছে।
পুলিশের বিবৃতিতে আরো বলা হয়, একদল স্বশস্ত্র লোক ভোরের দিকে ওই হামলা করেছিল। হামলাকারীরা ‘সম্ভবত জাতিগত বিবাদ দ্বারা উদ্বুদ্ধ হয়েছিল’।
দেশটির জাতীয় পুলিশ কমিশনার খেহলা জন সিটোল বলেন, ‘এ ঘটানায় আরো রক্তপাত হওয়ার সম্ভবনা ছিলো। কিন্তু নিরাপত্তা বাহিনীর সঠিক পদক্ষেপের কারণে তা প্রতিহত করা গেছে।’
গ্রেপ্তারকৃতদের মধ্যে পুলিশ, সামরিক বাহিনী ও সংশোধন পরিষেবার সদস্যরাও রয়েছে।
বাংলা/এনএস