ছবি: সংগৃহীত
বিশ্ব ফ্যাশনের একটি বড় বৈশিষ্ট্য হচ্ছে ক্লাসিক স্টাইলগুলোর পুনরাবর্তন। এই বছরের আন্তর্জাতিক ফ্যাশনেও তার ব্যতিক্রম হয়নি। যেমন, অসংখ্য নতুন ট্রেন্ডের মধ্যে এবার পনের শতকের টিউডর টাইমের স্টাইলগুলোও দেখা গেছে। এর কারণ আছে বৈকি! আরামদায়ক বুনন আর রাজকীয় সব ফ্লোরাল প্রিন্ট ছিল সেই সময়ের বৈশিষ্ট্য, যা দারুণ মানিয়ে গেছে এই সিজনের ঈদ-উল-আজহার ফ্যাশনের সাথে।
লা রিভের নির্বাহী পরিচালক এবং ডিজাইন টিমের প্রধান মন্নুজান নার্গিস বলেন, “টিউডর টাইমের অভিজাত ফ্যাশনের প্রধান বৈশিষ্ট্য ছিল আরামদায়ক লিনেন, সিল্ক, সুতি এবং উলের ফেব্রিকে রাজকীয় সব ফ্লোরাল প্রিন্ট এবং বাড়তি ভলিউম দেওয়া সিলভেট। ঠিক একই সময়ে সোনারগাঁয়ে চলছিল মসলিনের স্বর্ণযুগ। লা রিভ সবসময়ই আন্তর্জাতিক ট্রেন্ডের সাথে দেশি ফ্যাশনের ফিউশন নিয়ে কাজ করে। তাই এই ঈদ-উল-আজহা কালেকশনেও টিউডর স্টাইল থেকে ইন্সপিরেশন নিয়ে বাংলার ঐতিহ্যবাহী মসলিন, অরগাঞ্জা ও সিল্ক কাপড়গুলো দিয়ে লেয়ারিং এবং ভলিউমের কাজ করা হয়েছে। তারও পরে নিজস্ব ধাঁচে জ্যাকোবিয়ান প্রিন্ট, ভিন্টেজ রোমান্টিক ফ্লাওয়ার, ফ্লোরাল দামাস্ক ও বারোক মোটিফ, এলিজাবেথান ব্রোকেড, অর্নেট ফ্লোরাল লেটারিং প্রিন্টসহ আরো কিছু রাজকীয় প্রিন্ট ব্যবহার করেছি। একই সাথে জোর দেওয়া হয়েছে ভলিউমে। ভলিউম বাড়ানো স্কার্ট ও ফ্রক, প্লিট দেওয়া প্যান্ট, র্যাফল ও ফ্রিল, এ-লাইন, আওয়ার গ্লাস ও এম্পায়ার ওয়েস্ট সিলভেট, র্যাপ প্যাটার্নের প্রাচুর্য দেখা যাবে এবার। একই সাথে পাফ, কাফ, বিশপ ও বেল স্লিভস, ফ্রিল, ফ্রিঞ্জ ও ট্যাসেল, কলার এবং হাতায় কারচুপি, মুক্তার হেম, রিফ্লেক্টিভ মিরর, ক্রিউয়েল ওয়ার্কও চোখে পড়বে।”
উমেন কালেকশন
টিউডর টাইমসের অণুপ্রেরণায় এবারের লা রিভ উইমেন কালেকশনে প্রিন্ট এবং প্যাটার্নে বেশ কিছু লক্ষ্যনীয় পরিবর্তন নিয়ে আসা হয়েছে। টিউডর সময়ের সাথে মিলিয়ে নীল, হলুদ, পিচ, বারগেন্ডি, ক্যামেলিয়া, ইমিউন বলু, কমলা, লাল, সাদা, কালো এবং প্যাস্টেলের শেডগুলো নেয়া হয়েছে কালার প্যালেটে। আরামদায়ক ভিসকোস, হ্যান্ডলুম, কটনব্লেন্ড, কটন মসলিন, শতভাগ সুতির পাশাপাশি ঝলমলে কাতান, মসলিন, জর্জেট এবং হাফ সিল্ক ব্যবহার করা হয়েছে শাড়ি, সালোয়ার কামিজ, টিউনিক, কামিজ, গাউন এবং বটমস কালেকশনে।
নজরকাড়া জ্যাকোবিয়ান প্রিন্ট, রিচ এবং রোমান্টিক ফ্লাওয়ার, অর্নেট ডেকোরেশন, এলিজাবেথান প্রিন্ট, ভিন্টেজ ফ্লাওয়ার, ফ্লোরাল দামাস্ক, বারোক এবং ফরেস্টসহ আরো জমকালো সব প্রিন্ট ফোটানো হয়েছে এবার। পাশাপাশি কারচুপি, মেশিন এম্ব্রয়ডারি, ট্যাসেল ও ফ্রিল, রিফ্লেক্টিভ মিরর, ব্ল্যাকওয়ার্ক এমব্রয়ডারির রুচিশীল ব্যবহারও নজর কাড়বে এবার।
আকর্ষনীয় সিলভেটের ব্যবহার লা রিভের অন্যতম বৈশিষ্ট্য, তাই ঈদ-উল-আজহার এই কালেকশনে এ-লাইন, লেয়ার, এম্পায়ার ওয়েস্ট, হাই লো কাট, সিল্ট, শ্রাগ, শার্ট স্ট্রেইট, হ্যান্ডকারচিফ সিলভেটের সাথে আধুনিক সব স্লিভ যেমন কাফ, কেপ, ফ্লুট, বেল, পিনটাক কাফ, ট্যাব, বিশপ, পিজেন্ট, টিয়ার্ড ট্রাম্পেট, সমকড কাফ, বিলো এবং ফ্রিল স্লিভ ডিজাইন করা হয়েছে। বিশেষ আয়োজন হিসেবে মসলিন শাড়ির দারুণ তিনটি ক্যাপসুল সাজিয়েছে লা রিভ। মাই টিউডর ভিক্টোরিয়ান গার্ডেন, ভিন্টেজ প্রভিন্স স্টাইল এবং জ্যাকোবিয়ান ফ্লোরাল নামে মসলিন শাড়ির তিনটি ক্যাপসুল থাকছে এবার। আরো আছে টিউডর টাইমস থিমে সাজানো ডিজিটাল প্রিন্ট শাড়ির নজরকাড়া একটি ক্যাপসুল। পাশাপাশি উৎসব উপযোগি ফ্রিল, জর্জেট, কটন ব্লেন্ড এবং বোহো জিওমেট্রি ট্রাইবাল ডেকোরেশন থিমে সাজানো হ্যান্ডলুম শাড়ি থাকছে এবারের ঈদ-উল-আজহা কালেকশনে।
মেনজ কালেকশন
শুধু ঈদ নয়, বছরজুড়ে যেকোন উৎসবে পরা যাবে এমন স্টাইল মাথায় রেখেই টিউডর টাইমস থিমে ডিজাইন করা হয়েছে এবারের ঈদ-উল-আজহা মেনজ কালেকশন। তাই ট্রাডিশনাল পাঞ্জাবির পাশাপাশি ক্যাজুয়াল পাঞ্জাবির একটি বিশেষ কালেকশন উন্মোচন করেছে লা রিভ। আর্থি ও জুয়েল শেডের সংমিশ্রণে শতভাগ কটন, সিল্ক, হাফসিল্ক, টু-টোন সিল্ক ব্লেন্ড, কটন ব্লেন্ড, জ্যাকার্ড, কটন শ্যামব্রে, ভিসকোস, ডবি ফেব্রিকের মতো আরামদায়ক বুনন ব্যবহার করা হয়েছে পাঞ্জাবির জন্য।
পাঞ্জাবিতে রুচিশীল ভিনটেজ ফ্লোরাল দামাস্ক, ঐতিহ্যবাহী আরবাসকিউ, প্যাচওয়ার্ক, শেভরন স্ট্রাইপ, ট্রাইবাল জিওমেট্রিক মোটিফ, ডবি স্ট্রাইপ, টিউডর ফ্লোরাল প্রিন্ট দেখা যাবে এবার। আরো আছে সাসটেইনেবল ডবি এবং ভিসকোস ফেব্রিকে তৈরি কাবলি পাঞ্জাবির সেট। ঈদের অনেকেই একরঙা পাঞ্জাবি পরতে পছন্দ করেন, তাদের জন্য মনোক্রোমাটিক থিমের দারুণ একটি কালেকশন রেখেছে ব্র্যান্ডটি। পাঞ্জাবির সাথে জোড় মিলিয়ে রেগুলার কালেকশনের পাশাপাশি প্রিমিয়াম কোয়ালিটি প্যান্ট পাজামা এবং ম্যাচিং টুপিরও একটি সংগ্রহ এনেছে লা রিভ।
এই ঈদে পুরুষের জন্য প্রিমিয়াম কোয়ালিটির বিজনেস ক্যাজুয়াল এবং বিজনেস ফর্মাল শার্টের চমৎকার একটি কালেকশন তৈরি করেছে লা রিভ। শতভাগ সুতি দিয়ে তৈরি নরম, আরামদায়ক শার্টগুলো যেকোন উৎসব, অফিস ও পার্টিতে পরা যাবে। সব বয়সী পুরুষের জন্য ক্যাজুয়াল এবং কমফোর্ট শার্টের সংগ্রহ তো থাকছেই। ঈদের থিমের সাথে মিলিয়ে তৈরি হয়েছে টিশার্ট, পোলো এবং অ্যাথলেজার কালেকশন। বটমসের জন্য রেগুলার ডেনিম, ভিনটেজ ওয়াশ ডেনিম, চিনোস,বারমুডা প্যান্টের সমাহারও তো আছেই।
কিডস কালেকশন
লা রিভ কিডস কালেকশন মানেই রঙ, প্রিন্ট আর মৌসুমের সবচেয়ে আরামদায়ক ফেব্রিকের সমাহার। বাদামী, হলুদ, সবুজ,নীল, গোলাপি এবং প্যাস্টেল শেডে সাজানো এই কালেকশনে মেয়ে শিশুদের জন্য থাকছে ফান প্রিন্ট ও হাতের কাজ করা ফ্রক, স্লিট স্টাইল টিউনিক, ঘাগরা চোলি, টপস, টিশার্ট, শার্ট, উভেন সেট এবং সালোয়ার কামিজ। পোশাকে পাফ, পমপম, টাই আপ, বাটারফ্লাই, ফ্রিল, টিউলিপ, কোল্ড শোল্ডারের মতো মনকাড়া সব স্লিভ ডিজাইন করা হয়েছে। টিউডর টাইমসের ফ্রিল ও র্যাফল, ট্যাসেল, ভল্যিউম স্কার্ট, প্লিটস, লেয়ার, ড্রস্ট্রিং এবং লেসের কাজ দেখা যাবে মেয়ে শিশুদের স্টাইলগুলোতে। অরগাঞ্জা, মসলিন এবং সিল্কে তৈরি পার্টি ফ্রকের একটি ঝলমলে কালেকশন থাকছে এবার, যাতে পাফ প্রিন্ট এবং থ্রিডি ফ্লোরাল প্যাচওযার্ক ব্যবহার করা হয়েছে।
ছেলে শিশুদের জন্য থাকছে ফান প্রিন্ট, টাইপোগ্রাফি, পাম প্রিন্টিং, কার্টুন এবং ডিজনি ফ্যামিলি, কন্ট্রাস্ট জিওমেট্রি ও অর্নেট লেটারিং প্রিন্ট করা ক্যাজুয়াল, টি শার্ট ও পোলো শার্ট। কটনে তৈরি ছেলে শিশুদের পাঞ্জাবি কালেকশনেও এবার বিশেষ জোর দেওয়া হয়েছে। ছেলে মেয়ে উভয়ের জন্য ম্যাচিং বটমস কালেকশন তো থাকছেই। মা মেয়ে, বাবা ছেলে মিলিয়ে পরার জন্য তৈরি হয়েছে বিশেষ কম্বো কালেকশন। আরো নিউবর্ন কালেকশনেও ঈদের জন্য বিশেষ স্টাইল যোগ করা হয়েছে।
লা রিভ হোম
গ্রাহকের হাতে মানসম্মত নিত্য-ব্যবহার্য পণ্য তুলে দিতে প্রথমবারের মতো লা রিভ উদ্বোধন করেছে লা রিভ হোম কালেকশন। নরম ও টেকসই বেডকভার, রুচিশীল কুশন কভার, তাপ নিরোধক এমডিএফ ম্যাটেরিয়ালে তৈরি টেবিল রোস্টার সেট, পোর্সেলিন ফ্লাওয়ার ভাস, বিভিন্ন আকৃতির ফটোফ্রেমসহ সুগন্ধী মোমের দারুণ একটি সংগ্রহ লা রিভ হোম কালেকশনে সাজানো হয়েছে।
করোনা প্রতিরোধে লা রিভ
করোনাভাইরাস প্রতিরোধে নানা ডিজাইনের মাস্ক কালেকশন এনেছে লা রিভ। আরামদায়ক ভিসকোস ও সুতি কাপড়ে তৈরি লেয়ার মাস্কগুলো দিয়ে নাক, মুখ ও চিবুক ঢাকা সম্ভব। নারী, পুরুষ ও শিশুদের জন্য তৈরি মাস্কগুলো যেকোন পোশাকের সাথে মিলিয়ে পরা যাবে। আরো আছে দ্রুত স্যানিটাইজ করা যায় এমন ক্রসবডি ব্যাগ এবং কুইক-ড্রাই ছাতার সংগ্রহ।
ঈদ-উল-আজহার আনকোরা কালেকশনটি সংগ্রহ করা যাবে লা রিভের যেকোন আউটলেট এবং ওয়েবসাইট (www.lerevecraze.com) থেকে। লা রিভ এবং ঈদ-উল-আজহা কালেকশন সম্পর্কে জানতে ভিজিট করুন লা রিভের ফেসবুক পেজ www.facebook.com/lerevecraze