ছবি : সংগৃহীত
বাংলাদেশ থেকে পণ্য বিক্রির সুযোগ করে দিয়েছে চীনা ই-কমার্স ওয়েবসাইট আলিবাবা ডটকম। দেশের ব্যবসায়ীরাও এখন থেকে দেশের বৃহত্তম অনলাইন মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশের ডিএক্সপোর্টের মাধ্যমে চীনা প্ল্যাটফর্মে তাদের পণ্য বিক্রি করতে পারবেন।
আজ ২২ জুলাই, বুধবার এক ভিডিও প্রেস কনফারেন্সের মাধ্যমে ডিএক্সপোর্ট সম্পর্কে জানানো হয়।
এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক। এছাড়াও উপস্থিত ছিলেন দারাজের ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ মোস্তাহিদাল হক।
বিজনেস-টু-বিজনেসের মাধ্যমে বিশ্বব্যাপী আলিবাবা ডটকমের মাধ্যমে পণ্য বিক্রি করতে পারবেন বাংলাদেশি ব্যবসায়ীরা।
বাংলা/এসিডি/