ছবি : সংগৃহীত
করোনাভাইরাস বায়ুবাহিত হওয়ায় লম্বা মানুষদের এতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে বলে এক গবেষণায় উঠে এসেছে। ব্রিটেন, নরওয়ে ও আমেরিকার বিভিন্ন উচ্চতার মানুষের ওপর একটি গবেষণা চালিয়েছিলেন একদল গবেষক। প্রায় ২ হাজার মানুষের উপর চালানো হয় এ গবেষণা। সেখানে উঠে আসে এ তথ্য।
গবেষকরা দেখতে পেয়েছেন, করোনার ভাইরাস বায়ুবাহিত হওয়ায় সেটি লম্বা মানুষদের কাছে সহজে পৌঁছে যাচ্ছে। যার ফলে যাদের উচ্চতা বেশি, তাদের করোনা আক্রান্ত হওয়ার সম্ভাবনাও বেশি। কিন্তু অপেক্ষাকৃত উচ্চতা কম যাদের, তাদের বায়ুর মাধ্যমে করোনা আক্রান্ত হওয়ার সম্ভাবনা সবচেয়ে কম।
গবেষণায় আরো কয়েকটি দিক তুলে ধরা হয়েছে। সেখানে দেখা গেছে, রান্নাঘর শেয়ার করার ফলে আমেরিকায় করোনা সংক্রমণ ৩.৫ গুণ বেড়ে গেছে।
বিজ্ঞানীরা বলেছেন, করোনাভাইরাস অপেক্ষাকৃত বদ্ধ জায়গায়, যেখানে বাতাস চলাচল করেনা, তেমন জায়গায় বেশি মাত্রায় সংক্রমিত করে। তবে করোনা ভাইরাস আদৌ বায়ুবাহিত কি না, তা নিয়ে এখনো স্পষ্ট করে অবস্থান জানায়নি বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
ইউনিভার্সিটি অব মেনচেস্টার এর অধ্যাপক Evan Kontopantelis বলেছেন, ‘এ গবেষণার ফলে স্পষ্ট হয়েছে যে, শুধুমাত্র ড্রপলেটের মাধ্যমে করোনার সংক্রমণ হচ্ছে, এমনটা নয়, বরং বায়ুবাহিত হয়েও করোনা সংক্রমিত হতে পারে। তাই শারীরিক দূরত্ব বজায় রাখা একান্ত প্রয়োজন।