ফাইল ছবি
প্রাণঘাতী করোনাভাইরাসের (কোভিড-১৯) প্রতিরোধে ভ্যাকসিন তৈরির গবেষণা করছে অনেক দেশ ও প্রতিষ্ঠান। তবে এই মধ্যে সবচেয়ে এগিয়ে রয়েছে যুক্তরাষ্ট্রের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, চীন ও রাশিয়া। এর মধ্যেই নিজেদের ভ্যাকসিনকে অনুমোন দিতে যাচ্ছে রাশিয়া।
আগামী ১০ অগাস্টের মধ্যে ভ্যাকসিনটি অনুমোদনের জন্য জোর চেষ্টা চালাচ্ছে রাশিয়া। এই দাবি সত্য হলে বিশ্ব বাজারে প্ৰথম অনুমোদিত করোনার ভ্যাকসিন হিসেবে স্বীকৃতি পাবে রাশিয়ার এই ভ্যাকসিন। এমন খবর প্রকাশ করেছে সংবাদমাধ্যম নিউজ এইট্টিন।
রাশিয়ার প্রশাসনিক কর্মকর্তারা আন্তর্জাতিক সংবাদমাধ্যকে জানান, ১০ অগাস্টের মধ্যে ভ্যাকসিনটি অনুমোদনের জোর চেষ্টা চালাচ্ছেন তারা। এর জন্য মস্কোর জেমেলিয়া ইন্সটিউটের বিজ্ঞানীরা দিনরাত অক্লান্ত পরিশ্রম করছেন।
বিষয়টিকে ১৯৫৭ সালের স্পুটনিক উপগ্রহ উৎক্ষেপনের সঙ্গে তুলনা করে রাশিয়ার স্বাস্থ্যসচিব কিরলি দিমিদ্রিভ বলেন, ঐতিহাসিক দিনক্ষণের সামনে দাঁড়িয়ে রয়েছে রাশিয়া।
তবে বিভিন্ন দেশের গবেষকরা একটি আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না। তারা জানান, এখন পর্যন্ত কোনো বৈজ্ঞানিক তথ্যই সামনে আনেনি রাশিয়া। মার্কিন যুক্তরাষ্ট্রের মডারেনা বা অক্সফোর্ডের ভ্যাকসিনের ক্ষেত্রে ট্রায়ালের তথ্য সামনে এসেছে।
এদিকে রাশিয়া দাবি করে, রাশিয়ারা সেনারাই এই ভ্যাকসিনে ট্রায়ালে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেছে।
প্রসঙ্গত, ওয়ার্ল্ডোমিটার’র তথ্য মতে, ২৯ জুলাই, বুধবার সকাল সোয়া ৮টা পর্যন্ত সারা পৃথিবীতে করোনায় আক্রান্ত বেড়ে ১ কোটি ৬৮ লাখ ৯৩ হাজার ২৯৩ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে ৬ লাখ ৬৩ হাজার ৪৬৫ জন ইতোমধ্যে মারা গেছেন। বিপরীতে সুস্থ হয়ে উঠেছেন ১ কোটি ৪ লাখ ৫৬ হাজার ৩৭১ জন। বর্তমানে চিকিৎসাধীন আছেন ৫৭ লাখ ৭৩ হাজার ৪৫৭ জন করোনারোগী, যাদের মধ্যে ৬৬ হাজার ৪৯০ জনের অবস্থা আশঙ্কাজনক।
বাংলা/এনএস