evaly
  • বিনোদন প্রতিবেদক
  • ৩১ জুলাই ২০২০ ১৪:২৬:৫০
  • ৩১ জুলাই ২০২০ ১৪:২৬:৫০
অন্যকে জানাতে পারেন: Facebook Twitter Google+ LinkedIn Save to Facebook প্রিন্ট করুন
বিজ্ঞাপন

ভূত রূপে হাজির চিরকুট!

ছবি: সংগৃহীত

করোনাকালে ভূত রূপে দর্শকদের সামনে হাজির হলো চিরকুট ব্যান্ডের সদস্যরা। সবাই কালো আলখাল্লা পরা, অনেকের চোখ বড় বড়। কারো হাতে তো কারো কপালে ক্ষতদাগ। দেখে মনে হবে, ঠিক যেন মৃত্যুপুরী থেকে এসেছেন পাঁচ ভূত।

মূলত ব্যান্ডের সদস্যরা ভূত সেজেছেন একটি মিউজিক ভিডিও জন্য। সেখানে করোনাকালীন গান গেয়েছেন তারা। কোয়ারেন্টাইনের এই সময়ে ভক্তদের একটু বাড়তি মজা দিতেই ভূত রূপে মিউজক ভিডিওতে হাজির হয়েছেন তারা। ওই গানটির শিরোনাম নাম ‘ভূত সামলাও’। গানটি এর মধ্যেই চিরকুটের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়েছে।

সুমি নিজেই গানটির কথা লিখেছেন। ভিডিও তৈরি করেছেন তানিম রহমান অংশু। আর এই গানটি তারা শিশুদের জন্য গেছেন।

এ বিষয়ে শিল্পী শারমিন সুলতানা সুমি বলেন, ‌‘করোনার দিনগুলোতে আমরা সবাই বাসায় আটকে আছি। এই সময়টাতে যেন অবসাদ ঘিরে না ধরে আর বাচ্চাদের সময়ও যেন আরো ভালো কাটে, সেজন্যই গানটি করা। ঈদে বড় ও ছোট বাচ্চাদের জন্য আমাদের উপহার এটি।’

ঈদ উপলক্ষে ‘ভূত সামলাও’ গানটি চিরকুটের ফেসবুক পেজ ও ইউটিউবে অবমুক্ত করা হয়েছে বলেও জানান সুমি।

বাংলা/এনএস

বিজ্ঞাপন

আপনার মন্তব্য

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Page rendered in: 0.1099 seconds.