ছবি : সংগৃহীত
টাঙ্গাইলে ঈদের আগের রাতে এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল ৩১ জুলাই, শুক্রবার রাত সোয়া ১১টার দিকে নিজ বাড়িতে ফেরার পথে হত্যার শিকার হন আমিনুল ইসলাম নিক্সন (৪৫) নামের ওই আ.লীগ নেতা।
তিনি জেলার গোপালপুরের হাদিরা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক। ধনবাড়ী-গোপালপুর সীমানায় আজগড়া খাল এলাকায় তার ওপর এই হামলার ঘটনাটি ঘটে।
জানা গেছে, গোপালপুরের হাদিরা ইউনিয়নের আজগড়া গ্রামের অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক আলাউদ্দিন তালুকদার ওরফে তারা মিয়ার ছেলে আমিনুল ইসলাম নিক্সন সপরিবারে ধনবাড়ী উপজেলা শহরে বাস করতেন। তিনি টাঙ্গাইলের লায়ন নজরুল ইসলাম ডিগ্রি কলেজের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক ছিলেন নিক্সন।
স্থানীয় সূত্র জানায়, শুক্রবার বিকালে ধনবাড়ী থেকে আজগড়া গ্রামের নিজ বাড়িতে এসেছিলেন আমিনুল। ঈদ উদযাপনের জন্য প্রয়োজনীয় পারিবারিক কাজের পাশাপাশি দলীয় টুকিটাকি কাজও সারেন তিনি। এছাড়া তার উদ্যোগে ঈদ উপলক্ষে বাজারে লাইটিংয়ের ব্যবস্থা করা হয়।
এসব শেষ করে আজগড়া মোড়ে দলীয় নেতাকর্মীদের সঙ্গে আরেক দফা বৈঠক শেষে রাত পৌনে ১১টার দিকে মোটরসাইকেল নিয়ে ধনবাড়ীর উদ্দেশে রওনা হন আমিনুল। ধনবাড়ী-গোপালপুর সীমানার আজগড়া খাল পার হলেই পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা সশস্ত্র দুর্বৃত্তরা আচমকা তার ওপর হামলা চালায়।
এসময় আমিনুল মোটরসাইকেল থেকে পড়ে গেলে দুর্বৃত্তরা তাকে এলোপাতারি কোপাতে থাকে। তার আর্তচিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
তাকে দ্রুত উদ্ধার করে রাত সোয়া ১১টার দিকে মধুপুর হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আমিনুলকে মৃত ঘোষণা করেন।
এ হত্যার সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন গোপালপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আমীর খসরু।
এদিকে ঈদের আগের রাতে এমন নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় পুরো এলাকাজুড়ে আতঙ্কের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী ও স্বজনদের ধারনা, রাজনৈতিক বিরোধের জেরেই হত্যার শিকার হয়েছেন আমিনুল।
বাংলা/এসএ/