• বিদেশ ডেস্ক
  • ০২ আগস্ট ২০২০ ১৮:০২:৪৯
  • ০২ আগস্ট ২০২০ ১৮:০২:৪৯
অন্যকে জানাতে পারেন: Facebook Twitter Google+ LinkedIn Save to Facebook প্রিন্ট করুন
বিজ্ঞাপন

ট্রেন-বাসে করোনা থেকে বাঁচার উপায়

ছবি : সংগৃহীত

করোনা সংক্রমণ খুব একটা স্বাভাবিক অবস্থায় না আসলেও প্রায় সব জায়গায় লকডাউন তুলে দেয়া হয়েছে। খুলে দেয়া হয়েছে কর্মক্ষেত্র। চালু হয়েছে গণ পরিবহনও। তবে এমন অবস্থায় মানুষ কিভাবে নিজেকে করোনাভাইরাস থেকে সুরক্ষিত রাখবে?

চীন ও ইংল্যান্ডের একদল বিজ্ঞানী বলছেন, মুখে মাস্ক। যাত্রীদের মধ্যে শারীরিক দূরত্বও মেনে চললেই দূরপাল্লার ট্রেনে করোনা ছড়ানোর আশঙ্কা অনেকটাই কমে যাবে।

দেশের হাই স্পিড ট্রেনের যাত্রীদের নিয়ে সম্প্রতি গবেষণা চালায় চীনের সেন্টার ফর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের বিজ্ঞানীরা। পরীক্ষায় দেখা গেছে, করোনা আক্রান্ত রোগীর সঙ্গে ট্রেন যাত্রা করলে সংক্রমণ ছড়ানোর আশঙ্কা সর্বোচ্চ ৩.৫ শতাংশ, সর্বনিম্ন ০.৩২ শতাংশ। করোনা আক্রান্ত রোগীর সিটে কেউ বসলে সেক্ষেত্রে সংক্রমিত হওয়ার সম্ভাবনা মাত্র ০.০৭৫ শতাংশ ৷

ট্রেনে সংক্রমণ ছড়ানোর হার অনেকটাই নির্ভর করছে যাত্রীদের সতর্কতার উপর। সাউথহ্যামটন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের মতে, ট্রেনে মাস্ক, স্যানিটাইজারের ব্যবহার, যাত্রীদের কমপক্ষে ৩ মিটারের দূরত্ব ও যাত্রার সময়, এসবের উপরই নির্ভর করে করোনা আক্রান্তের থেকে সংক্রমণ ছড়ানোর সম্ভাবনা।

সংশ্লিষ্ট বিষয়

করোনাভাইরাস

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Page rendered in: 0.1402 seconds.