ইয়াসিন আরাফাত অপু। ফাইল ছবি
দেশের টিকটক স্টার ইয়াসিন আরাফাত অপু ওরফে ‘অপু ভাই’ ও তার এক সহযোগীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। এর আগে রাজধানীর উত্তরা থেকে লাঞ্ছনা, হয়রানি ও মারধরের অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়। ৪ আগস্ট, মঙ্গলবার আদালত এই আদেশ দেন।
উত্তরা (পূর্ব) থানার উপপরিদর্শক আজিজুর তালুকদার এই তথ্য নিশ্চিত করেন। তিনিই এই মামলাটির তদন্তকারী কর্মকর্তা।
এ বিষয়ে আজিজুর তালুকদার জানান, ৩ আগস্ট, সোমবার রাত সাড়ে ১০টার দিকে উত্তরা থেকে অপু (২০) ও নাজমুলকে আটক করা হয়। তিন দিনের রিমান্ড প্রার্থনা করে মঙ্গলবার ঢাকার একটি আদালতে হাজির করা হলে আদালত তাদের দুজনকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (উত্তরা ডিভিশন) উপকমিশনার নাবিদ কামাল শৈবাল বলেন, ‘অপু ও তার সহযোগীরা কিশোর-গ্যাং সংস্কৃতিকে উৎসাহিত করছে কিনা তা তদন্ত করা হবে। মাদক ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডে তাদের জড়িত থাকার বিষয়ে তদন্ত করা হবে।’
বাংলা/এনএস