ছবি : প্রতিকী
প্রাণঘাতী করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারীতে বিপর্যস্ত সারাবিশ্ব। প্রকৃতির কাছে মানবজীবন কত তুচ্ছ তা বুঝিয়ে দিয়েছে এই মহামারী। কিন্তু এর থেকেও বড় বিপদ অপেক্ষা করছে। এতে মহামারীর থেকেও বেশি মানুষের মৃত্যু হবে বলেও জানান বিজ্ঞানীরা।
ন্যাশনাল ব্যুরো অফ ইকোনোমিক রিসার্চ’র গবেষণায় এমন তথ্য উঠে এসেছে। বিজ্ঞানীরা জানান, শুধু এই রোগ নয়, এমন একটি কারণ আসতে চলেছে যার জন্য আরো বেশি সংখ্যায় মানুষের মৃত্যু হবে। এমন খবর প্রকাশ করেছে সংবাদমাধ্যম নিউজ এইট্টিন।
ওই গবেষণাপত্রে দেখা গেছে, বিশ্ব উষ্ণায়নের ফলে মানুষের মৃত্যুর হার অত্যাধিক বেড়ে যেতে পারে। আর উষ্ণায়ন বাড়লেই ভয়ানক ঝড় ও বন্যা সৃষ্টি হবে। যার একটি আঘাতে হাজার হাজার মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দেবে।
গবেষকরা জানান, সরাসরি অত্যাধিক তাপমাত্রার কারণে মৃত্যু হয়েছে, এমন মানুষের সংখ্যা কম। কিন্তু তাপমাত্রা জনিত অন্য কারণে মানু্ষের মৃত্যুর সংখ্যা অনেক বেশি। মানে তাপমাত্রার প্রভাবে অন্য কিছু ঘটেছে, সে কারণে মানু্ষের মৃত্যু হয়েছে।
তারা আরো জানান, শরীরও পরিবেশের সঙ্গে বানিয়ে নেয়ার চেষ্টা করবে। সেক্ষেত্রে শরীর যাতে অত্যাধিক গরম না হয়, তাই বেশি পরিমাণে রক্ত পাম্প করতে হবে শরীরকে। যার ফলে হৃদয়ের রোগের সংখ্যা বাড়বে। এতে বাড়বে মৃত্যু, যার পরোক্ষ কারণ উষ্ণায়ন।
এছাড়া বিশ্ব উষ্ণায়নের ফলে দুই মেরুর বরফ গলতে শুরু করবে। এ কারণে একদিকে যেমন জীববৈচিত্র নষ্ট হবে, তেমনই সমূদ্রের পানিরস্তর বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর এমনটা হলে পানিতে তলিয়ে যাবে শহরের পর শহর।
বাংলা/এনএস