ছবি : সংগৃহীত
কোনোভাবেই যেন দাঁড়াতে পারছে না নকিয়া। এক সময় বিশ্বের এক নম্বর মোবাইল ব্রান্ড এখন প্রায় হারিয়ে যেতে বসেছে। এই অবস্থায় ব্রান্ডটিকে বাঁচাতে এগিয়ে এলো গুগল ও কোয়ালকমের মতো প্রতিষ্ঠান।
নকিয়া ব্রান্ডের ফোন তৈরির একমাত্র অনুমতিপ্রাপ্ত প্রতিষ্ঠান এইচএমডি। তারা সম্প্রতি জানিয়েছে যে, নকিয়া ব্রান্ডের ফোন তৈরিতে বিদেশি বিনিয়োগের দ্বিতীয় ধাপে তাদের সহযোগিতা করছে গুগল ও কোয়ালকম। এখানে নকিয়ার মূল প্রতিষ্ঠানের বিনিয়োগও আছে।
জানা গেছে, এইচএমডিতে করা নতুন বিনিয়োগটির মূল্যে ২৩০ মিলিয়ন ডলারেরও বেশি। এটি চলতি বছর ইউরোপের তৃতীয় সর্বোচ্চ বিনিয়োগের রেকর্ড।
গুগল এর আগে থেকেই এইচএমডির কৌশলগত সঙ্গী। গুগল এইচএমডিকে তাদের ফোনের জন্য অপারেটিং সিস্টেম- অ্যান্ড্রয়েড সরবারহ করে।
এইচএমডি যেহেতু আগে থেকেই অ্যান্ড্রয়েডভিত্তিক নকিয়া ফোন তৈরি করে, সেহেতু তাদের ব্যবসার প্রসারের জন্য গুগলের বিনিয়োগ-সহায়তা খুবই প্রত্যাশিত বিষয় ছিলো। যদিও গুগল অথবা এইচএমডি কেউই তাদের বিনিয়োগের অংক কতো তা স্পষ্ট করে প্রকাশ করেনি।
এইচএমডি জানিয়েছে, এই বিনিয়োগের মাধ্যমে নকিয়া ব্রান্ডকে তারা আরো এক ধাপ সামনে নিয়ে যেতে পারব। অবশ্য এই বিনিয়োগ ঠিক কোন কোন খাতে ব্যবহৃত হবে, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো মন্তব্য করেনি এইচএমডি।