ছবি : সংগৃহীত
মজিলা ফায়ারফক্সের মাধ্যমে প্রযুক্তি ব্যবহারকারিদের মধ্যে ভালোই পরিচিতি অর্জন করছে মজিলা কর্পোরেশন। কিন্তু সম্প্রতি তারা খবরে এসেছে নেতিবাচক কারণে। ব্যবসা পুনর্গঠনের আড়ালে ২৫০জন কর্মীকে ছাটাই করছে তারা।
এর আগে, চলতি বছরের শুরুতে আরো ৭০ জন কর্মীকে ছাঁটাই করেছে প্রতিষ্ঠানটি। নতুন উদ্যোগটির ফলে মজিলার তাইওয়ানের অফিসটি পুরোপুরি বন্ধ হয়ে যাচ্ছে।
প্রতিষ্ঠানটির চেয়ারওম্যান মিচেল বাকের এ বিষয়ে বলেন যে, করোনাভাইরাস মহামারির কারণে মজিলা প্রত্যাশিত লাভ করতে পারেনি। কারণেই তারা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছেন। তিনি আরো বলেছেন, করোনাভাইরাস পরিস্থিতির আগে মজিলা যে সব পরিকল্পনা গ্রহণ করেছিলো, তা আর লাভজনক মনে হচ্ছে না।
সংবাদ মাধ্যমকে তিনি বলেন, ‘করোনাভাইরাসের আগে আমরা আমাদের প্রতিষ্ঠানের টেকসই ভবিষ্যতের জন্য কিছু পরিকল্পনা গ্রহণ করেছিলাম। এর মধ্যে ছিলো নতুন উদ্যোগ গ্রহণ করা, অভিনব ধারণা নিয়ে আরো বেশি কাজ করা। কিন্তু এখন আমাদের তাৎক্ষণিকভাবে খরচ কমানোর উদ্যোগ নিতে হচ্ছে।’
যে সব কর্মীরা চাকরি হারাচ্ছেন, তারা চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত তাদের মূল বেতন পাবেন। এ ছাড়া এই বছরের প্রথমাংশের কাজের জন্য পারফরম্যান্স বোনাসও পাবেন। একই সাথে আন্তর্জাতিক শ্রম আইন অনুসারে স্বাস্থ্যবীমাও তাদের জন্য প্রযোজ্য হবে।
এ দিকে পণ্যের বিষয়ে মজিলা তাদের ব্রাউজার মজিলা ফায়ারফক্সের প্রতি আরো যত্নবান হবে বলে প্রতিশ্রুতি দিয়েছে। এ ছাড়া পকেট এবং একটি ভিপিএন সেবা নিয়েও কাজ করছে প্রতিষ্ঠানটি।