• ক্রীড়া প্রতিবেদক
  • ১৫ আগস্ট ২০২০ ১৯:২৬:৫২
  • ১৫ আগস্ট ২০২০ ১৯:২৬:৫২
অন্যকে জানাতে পারেন: Facebook Twitter Google+ LinkedIn Save to Facebook প্রিন্ট করুন
বিজ্ঞাপন

অস্ট্রেলিয়ার গ্র্যান্ডমাস্টারকে হারালেন ফাহাদ

ফাহাদ রহমান। ছবি : সংগৃহীত

দেশে ক্রিকেট বা ফুটবল খেলা নিয়ে যতটা উন্মাদনা তৈরি হয় তা অন্য খেলাকে নিয়ে হয় না। এরপর পরও নানা খেলার আন্তর্জাতিক অঙ্গনে দারুণ প্রতিভার প্রমাণ দিচ্ছেন এ দেশের খেলোয়াড়রা। তেমনই এক ক্ষুদে দাবা খেলোয়াড় ফাহাদ রহমান।

বিশ্ব দাবা অলিম্পিয়াডে বাংলাদেশ টানা চার ম্যাচ হারলেও নিজের ব্যক্তিগত প্রতিভা ছড়িয়ে যাচ্ছেন এই আন্তর্জাতিক মাস্টার।

আন্তর্জাতিক মাস্টার ফাহাদ প্রথম রাউন্ডে জার্মান গ্র্যান্ডমাস্টার লুইস অ্যাঞ্জেলসকে হারিয়েছিলেন। চতুর্থ রাউন্ডে বাংলাদেশ অস্ট্রেলিয়ার কাছে ৪-২ গেম পয়েন্টে হারলেও ফাহাদ হারিয়ে দিয়েছেন গ্র্যান্ডমাস্টার কুইবোকারভ তেমুরকে।

এদিকে চতুর্থ রাউন্ডে জিতেছেন গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদও। তিনি অস্ট্রেলিয়ান গ্র্যান্ডমাস্টর ম্যাক্স ইলিংওয়ার্থকে পরাজিত করেন।

তবে গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান, আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ, শারমিন সুলতানা শিরিন ও ওয়ালিজা চতুর্থ রাউন্ডে হেরে যান। প্রতিপক্ষের রেটিং বিবেচনা করলে তাদের জেতা উচিত ছিলো। ম্যাচটি জিতলে বাংলাদেশ অবস্থান উপরে তুলতে পারতো।

এদিকে পঞ্চম রাউন্ডে শোচনীয়ভাবে হেরেছে বাংলাদেশ। সেখানে ৬-০ গেম পয়েন্টে বুলগেরিয়ার কাছে হারতে হয়। এখন ষষ্ঠ রাউন্ড খেলার পালা, যা হবে কিরগিজস্তানের সঙ্গে।

অলিম্পিয়াডে পঞ্চম রাউন্ড শেষে ৮ পয়েন্ট নিয়ে ১০ দেশের মধ্যে নবম স্থানে বাংলাদেশ। ২৩ পয়েন্ট নিয়ে শীর্ষে বুলগেরিয়া।

বাংলা/এনএস

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Page rendered in: 0.1621 seconds.