ছবি : সংগৃহীত
অ্যান্ড্রয়েডচালিত ফোনের বেসিক ডায়ালার অ্যাপটিতে তেমন কোনো বৈচিত্র নেই। স্বল্প মূল্যের হোক বা ফ্ল্যাগশিপ হোক, কোনো ধরনের অ্যান্ড্রয়েড ফোনেই বেসিক ডায়ালারটি একেবারে নিরীহদর্শন একটি অ্যাপ। তবে সেই ধারা বদলে যেতে পারে গুগল ফোন অ্যাপের মাধ্যমে। এতোদিন পর্যন্ত কেবল গুগলের পিক্সেল ফোনেই অ্যাপটি পাওয়া যেতো। এখন আরো বেশি ডিভাইসে এটি পাওয়া যাবে।
চলতি বছরের শুরুর দিকে বেশ কিছু নন-পিক্সেল ফোনের জন্য গুগল ফোন অ্যাপটির পরীক্ষামূলক সংস্করণ অবমুক্ত করে গুগল। এর মধ্যে অ্যান্ড্রয়েড পুলিস তাদের এক সংবাদে জানিয়েছে, গুগল ফোন অ্যাপের সর্বশেষ সংস্করণটি এখন প্রায সব অ্যান্ড্রয়েড ফোনেই চলছে।
অর্থাৎ আপনি যদি আপনার অ্যান্ড্রয়েড ফোনের বেসিক ডায়ালারটি পরিবর্তন করে নতুন অ্যাপ ব্যবহার করতে চান, তাহলে প্লে স্টোর থেকে গুগল ফোন অ্যাপটি ডাউনলোড করে ইন্সটল করে নিলেই হবে। তবে সরাসরি প্লে স্টোরে গিয়ে সার্চ দিলেই গুগল ফোন অ্যাপটি পাওয়া যাবে না। বরং এটি পেতে চাইলে আপনাকে প্লে স্টোর লিস্টিং থেকে বেটা সংস্করণে তালিকাভুক্ত হতে হবে।
এতোদিন পর্যন্ত গুগল ফোন অ্যাপটি আসুস, অপো এবং এলজির নির্দিষ্ট কিছু ফোনের জন্য অনুমোদিত ছিলো।
তবে গুগল ফোন অ্যাপের সব ফিচার সব ফোনে একই রকমভাবে কাজ করবে না। সে ক্ষেত্রে কোনো ফোনে গুগল ফোন অ্যাপ দিয়ে কল করা যাবে, কিন্তু রিসিভ করতে হয়তো এখনো কিছু সমস্যা হবে। এ ছাড়া কল স্ক্রিন ফিচারটি আপাতত নন-পিক্সেল ফোনে চলবে না। এ ছাড়া ডুয়ো বাটনটিও কিছু ফোনে চলবে না বলে জানিয়েছে অ্যান্ড্রয়েড সেন্ট্রাল।