ছবি : সংগৃহীত
কোথায় কোন খেলা সরাসরি প্রচার হচ্ছে, কিংবা কোন শো আসলে কোন চ্যানেলে দেখা যায়; এই সব নিয়ে খেলাধুলা প্রেমিদের এবং বিনোদন প্রেমিদের উৎকণ্ঠার কোনো সীমা নেই। এবার তাদের কথা ভেবেই গুগল সার্চে পরিবর্তন আনছে গুগল।
নতুন পরিবর্তনে কখন কোন খেলা কোথায় হচ্ছে, কিংবা লাইভ স্কোরের কী অবস্থা, তা সরাসরি গুগল সার্চেই দেখা যাবে। এমন কি টিভি সিরিয়ালের সূচিও জানা যাবে গুগল সার্চ থেকেই। ভিজিটরদের জন্য এই সুবিধা নিশ্চিত করতে এরই মধ্যে কাজ শুরু করে দিয়েছে সার্চ জায়ান্ট।
আপাতত বাস্কেটবল এবং বেইজবলের জন্য গুগলের এই সার্ভিস পাওয়া যাবে। তবে ক্রমাণ্বয়ে ফুটবল, ক্রিকেটসহ অন্যান্য খেলার সেবাও এতে যোগ করা হবে বলে জানিয়েছে গুগল।
একই সাথে, আপাতত বিভিন্ন টিভি চ্যানেলের সূচিও অন্তর্ভুক্ত করবে গুগল, এবং ভবিষ্যতে নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম, অ্যাপল টিভিসহ অন্যান্য স্ট্রিমিং সেবার সূচিও গুগল সার্চে অন্তর্ভুক্ত করা হবে। যাতে কোনো খেলাপ্রেমি বা বিনোদনভক্ত তাদের পছন্দের আয়োজন মিস না করেন।
এগুলোই অবশ্য গুগল সার্চের একমাত্র পরিবর্তন নয়। তারা গ্রাহকদের আরো বেশি সংযুক্ত করার উদ্দেশ্যে আরো বেশ কিছু পরিবর্তন নিয়ে আসছে। তবে সেসব বিষয়ে এখনই সবিস্তারি কিছু জানা যায়নি।