ছবি : সংগৃহীত
সোমালিয়ার রাজধানীর মোগাদিসুর একটি হোটেলে আল শাবাব জঙ্গিদের হামলায় অন্তত ১৭ জন নিহত হওয়ার সংবাদ পাওয়া গেছে। এছাড়াও বেশ কিছু সংখ্যক শাবাব জঙ্গিও এ ঘটনায় নিহত হয়েছেন বলে জানিয়েছে বিবিসি।
গতকাল ১৬ আগস্ট, রবিবার শহরটির লিডো সমুদ্রসৈকত সংলগ্ন এলিট হোটেলে হামলা চালিয়ে নির্বিচার হত্যাকাণ্ড চালায় জঙ্গি গোষ্ঠীটি। সম্প্রতি নির্মিত এই হোটেলটির মালিক দেশটির সংসদ সদস্য ও সাবেক অর্থমন্ত্রী আবদুল্লাহ মোহাম্মদ নূর। সেখানে সরকারি কর্মকর্তাসহ শীর্ষ ব্যক্তিদের আসা-যাওয়া ছিল।
দেশটির স্পেশাল ফোর্স জানিয়েছে, তাদের অভিযানে এ হামলার অবসান ঘটে। অপরদিকে হামলার দায় স্বীকার করেছে আল শাবাবও।
এদিকে শাবাব জঙ্গিরা হোটেলটির সামনে গাড়ি বোমা বিস্ফোরণ ঘটানোর পর স্বয়ংক্রিয় রাইফেল দিয়ে নির্বিচার গুলি চালাতে থাকে বলে খবরে জানায় রয়টার্স। ১৭ জন নিহত হওয়ার ছাড়াও অন্তত ২০ জন এ হামলায় আহত হন।
পরে জঙ্গিরা বেশ কয়েকজনকে জিম্মি করে ফেলে। দেশটির স্পেশাল ফোর্সের অভিযানে জিম্মি সংকটের অবসান হয়।
হামলার কয়েক ঘণ্টা পর সোমালিয়া সরকারের মুখপাত্র ইসমায়েল মুখতার এক টুইট বার্তায় জানান, সকল বন্দুকধারীকে হত্যা করে হোটেলটি অবরোধমুক্ত করা হয়েছে।
এদিকে অভিযান শেষে হোটেলটি থেকে কয়েকজন মন্ত্রী, আইনপ্রণেতা ও বেসামরিক শীর্ষ কর্মকর্তাসহ ২৫০ জনকে উদ্ধার করা হয় বলে স্থানীয় সময় মধ্যরাতে দেয়া সংবাদে জানায় দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা এসওএনএনএ। হোটেলে অবস্থানরত নিরাপত্তা কর্মকর্তা ফারহান কারোলের উদ্ধৃতি দিয়ে এ সংবাদ জানানো হয়।
জানা গেছে, হামলায় নিহতদের মধ্যে দেশটির তথ্য মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আরেকজন কর্মকর্তা রয়েছেন।
বাংলা/এসএ/