ছবি : সংগৃহীত
অনেক দিন ধরেই হোয়াটসঅ্যাপ, ইন্সটাগ্রাম এবং মেসেঞ্জারের চ্যাট অপশনকে এক করে ফেলার চিন্তা করছে ফেসবুক। এই চিন্তার সূত্র ধরেই প্রথম পদক্ষেপ নিয়ে ফেলেছে প্রতিষ্ঠান— এক করে ফেলা হচ্ছে ইন্সটাগ্রাম ও মেসেঞ্জার। গত শুক্রবার রাত থেকে ইন্সটাগ্রাম ডাইরেক্ট মেসেজ ফেসবুক মেসেঞ্জারের সাথে এক হয়ে যাচ্ছে।
ইন্সটাগ্রাম ব্যবহারকারিদের জানানো হয়, তাদের চ্যাটিং ব্যবস্থা মেসেঞ্জারের সাথে একত্র হয়ে যাচ্ছে। এরই মাধ্যমে মেসেঞ্জারের সমস্ত ফিচার ইন্সটাগ্রাম ডাইরেক্ট মেসেজে যোগ হয়ে যাচ্ছে। এর মাধ্যমে যে কোনো ইন্সটাগ্রাম ব্যবহারকারি ডাইরেক্ট মেসেজের ক্ষেত্রে মেসেঞ্জারের কালার, রিঅ্যাকশনসহ সব ফিচার ব্যবহার করতে পারবেন।
আপাতত এই একত্রীকরণ প্রক্রিয়াটিকে ঐচ্ছিক রাখা হয়েছে। অর্থাৎ একজন ব্যবহারকারী চাইলে এই সুবিধা গ্রহণ নাও করতে পারেন। আর এখনই মেসেঞ্জারের চ্যাটগুলো ইন্সটাগ্রামের সাথে যোগ হচ্ছে না। এই সুবিধা পেতে আরো কয়েকদিন সময় লাগতে পারে।
সব কিছু ঠিকঠাক থাকলে ফেসবুক হয়তো এরপরের ধাপে হোয়াটসঅ্যাপকেও এই উদ্যোগে সামিল করবে। গত বছর এক প্রতিবেদনে বলা হয়েছিল, হোয়াটসঅ্যাপের কর্মীরা মেসেঞ্জারের সাথে সম্ভাব্য একত্রিত হওয়া নিয়ে চিন্তিত। তারা মনে করছেন, একত্র করে ফেললে হোয়াটসঅ্যাপের যে শক্তিশালী এনক্রিপশন, তা হয়তো ক্ষতিগ্রস্ত হবে।
বাংলা/এনএস