ফাইল ছবি
বলিউড তারকা সুশান্ত সিং রাজপুতের রহস্যজনক অকাল মৃত্যুর পর সামনে এসেছে বলিউডের নানা অনিয়ম। এমনকি সেখানে স্বজনপ্রীতি তথা নেপোটিজম নিয়েও বিতর্ক চলছে। এবার দেশটির জনপ্রিয় কমেডি অনুষ্ঠান ‘দ্য কপিল শর্মা শো’তে সালমান খানের বিনিয়োগ থাকায় অনুষ্ঠানটি বন্ধের দাবি তুলেছেন সুশান্তের ভক্তরা।
গত ২৩ আগস্ট, এ বিষয়ে সরব হয় ‘জাস্টিস ফর সুশান্ত সিং রাজপুত’ নামে তার ভক্তদের একটি গ্রুপ। তারা ইতোমধ্যে ‘দ্য কপিল শর্মা শো’ বয়কটের আহ্বান জানিয়েছেন। এই গ্রুপটির ৯১ হাজার সদস্যের মধ্যে বহু সদস্যই এমন দাবিতে সোচ্চার হয়ে উঠেছেন।
সুশান্তের পরিবারকে তাদের পক্ষ থেকে বলা হয়েছে, ‘আমরা সুশান্ত সিংয়ের ভক্তরা সালমান খানের সমস্ত কিছুই বয়কট করেছি। এই শোটিতে (‘দ্য কপিল শর্মা শো’) যৌথ প্রযোজক হিসেবে আছেন তিনিই।’
তাই সর্বাত্মক বয়কটের জন্যে এই শো-টিকেও তালিকায় রাখা উচিত বলেও মন্তব্য করা হয় এতে।
সুশান্তের অকাল মৃত্যুর পর বলিউডের নানা অনিয়ম ও সেখানে চলমান স্বজনপ্রীতি তথা নেপোটিজম নিয়ে উত্তুঙ্গ বিতর্ক চলছে। বহিরাগত শিল্পীদের কাজ পেতে বাধা দেয়া ও একঘরে করে দেয়ার চক্রান্তে সালমান খানও জড়িত এমন অভিযোগ করছেন সুশান্ত ভক্তরা। এরই জেরে এবার ‘দ্য কপিল শর্মা শো’ বন্ধের দাবিও উঠলো।
বাংলা/এসএ/