• নিজস্ব প্রতিবেদক
  • ২৬ আগস্ট ২০২০ ১১:১৫:২২
  • ২৬ আগস্ট ২০২০ ১১:১৫:২২
অন্যকে জানাতে পারেন: Facebook Twitter Google+ LinkedIn Save to Facebook প্রিন্ট করুন
বিজ্ঞাপন

লা রিভ মিড-সিজন সেলে ছাড়

ছবি: সংগৃহীত

প্রতিদিন একটু একটু করে সচল হয়ে উঠছে আমাদের নিয়মিত জীবনযাপন ও ফ্যাশন। জীবনের এই ‘নিউ নরমাল’ বা নতুন স্বাভাবিকতা উদযাপন করতে লা রিভে শুরু হয়েছে ‘মিড-সিজন সেল উৎসব ২০২০’!  

সিজনের অন্যতম সেরা এই সেল উৎসবে নারী, পুরুষ ও শিশুদের সব ধরনের আকর্ষনীয় ডিজাইনে ৭০ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে দেশের অন্যতম শীর্ষস্থানীয় ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ডটি।

মিড-সিজন সেল উৎসব নিয়ে লা রিভের প্রধান নির্বাহী পরিচালক মন্নুজান নার্গিস বলেন, "লা রিভ মিড-সিজন সেল নামে শুরু করেছে নতুন সেল উৎসব। এবারের সেলে সাম্প্রতিক সিজনগুলো থেকে বাছাই করা হাই কোয়ালিটি পোশাকের সংগ্রহে ৩০ থেকে ৭০ শতাংশ পর্যন্ত ছাড় দেয়া হয়েছে। শুধু তাই নয়, ক্রেতারা যেন নিরাপদে এবং আনন্দের সাথে কেনাকাটা করতে পারেন, সেজন্য বেশ কিছু প্রধান আউটলেটের পরিসর বাড়ানোর পাশাপাশি সবগুলো আউটলেটকে বিশেষভাবে সাজানো হয়েছে। মিড সিজন সেল ২০২০ উৎসবে আমাদের একটাই লক্ষ্য, সর্বোচ্চ মানের পোশাকের মাধ্যমে স্টোর এবং অনলাইনে প্রিয় গ্রাহকদের পূর্ণ সন্তুষ্টি ধরে রাখা।"

জানা গেছে, এবারের সেলে প্রাধান্য দেওয়া হয়েছে রুচিশীল ঘরোয়া, অফিস এবং উৎসব উপযোগি পোশাকের কালেকশনে। নারীদের জন্য টিউনিক, কামিজ, সালোয়ার কামিজ, শাড়ি, আবায়া, টপ, কোটি, শ্রাগ, শার্ট ও ব্লেজার পাওয়া যাবে এই সেলে। আরো আছে পালাজ্জো, হারেম, লেগিংস ও জিন্স প্যান্ট। পুরুষদের জন্য আছে রেগুলার, সেমিফিটেড ও ফিটেড পাঞ্জাবিসহ ক্যজুয়াল, বিজনেস ক্যাজুয়াল ও ফরমাল শার্ট। পোলো এবং টি-শার্টের এক বিশাল কালেকশন এবারের সেলের জন্য বাছাই করা হয়েছে। জিন্স, চিনোস, চুড়িদার ও ধুতিকাট পাজামাসহ প্যান্ট পাজামাও থাকছে এই সেলে।

নারী এবং পুরুষ উভয়ের জন্যই অফিস টু পার্টি উপযোগি নাইন টু নাইন কালেকশনেও থাকছে দারুণ ছাড়। ছোট ছেলে, মেয়ে এবং নবজাতক শিশুদের জন্য আরামদায়ক আবহাওয়া এবং আয়োজনকে প্রাধান্য দিয়ে পোলো, টি-শার্ট, পাঞ্জাবি সেট, উভেন সেট, ঘাগরা চোলি, টিউনিক, সালোয়ার কামিজ, নিমা সেট ইত্যাদি সেলের জন্য বাছাই করেছে লা রিভ। বেশ কিছু ফ্যাশন অনুষঙ্গেও থাকছে বিশেষ ছাড়।

মিড-সিজন সেল অফারে পণ্য কিনতে পারবেন লা রিভের উত্তরা, বনশ্রী, ধানমন্ডি, মিরপুর ১ ও ১২, ওয়ারী ১ ও ২, যমুনা ফিউচার পার্ক, বসুন্ধরা সিটি, বেইলি রোড, পুলিশ প্লাজা কনকর্ড, বাসাবো এবং মোহাম্মদপুরের শোরুম থেকে। এ ছাড়াও খুলনা, নারায়ণগঞ্জ ও সিলেটের নয়া সড়ক এবং দর্শন দেউড়িতে লা রিভের শোরুম আছে। বিস্তারিত জানতে এবং ঘরে বসে পন্য কিনতে ভিজিট করুন- www.lerevecraze.com অথবা www.facebook.com/lerevecraze

সংশ্লিষ্ট বিষয়

লা রিভ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Page rendered in: 0.1463 seconds.