ফাইল ছবি
মারা গেছেন ময়মনসিংহের প্রখ্যাত সংগীতজ্ঞ ওস্তাদ সুনীল কুমার ধর। গতকাল ২৭ আগস্ট, বৃহস্পতিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় শহরের নেক্সাস হাসপাতালে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর।
দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত নানা অসুস্থতায় ভুগছিলেন নজরুল একাডেমির প্রাক্তন এই অধ্যক্ষ।
ওস্তাদ সুনীল কুমার ধর মূলত নজরুল সংগীত ও শাস্ত্রীয় সংগীত শিক্ষা দিতেন। দেশের অসংখ্য গুণী শিল্প তার শিষ্য। তিনি ময়মনসিংহের টিচার্স ট্রেনিং (টিটি) কলেজ ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) সংগীতের শিক্ষকও ছিলেন।
সংগীতে অবদানের জন্য জেলা শিল্পকলা পদকসহ নানা পুরস্কারে ভূষিত হয়েছেন প্রবীণ এই সংগীতজ্ঞ।
ময়মনসিংহ জেলার মুক্তাগাছার তাড়াটি গ্রামে জন্মগ্রহণ করেন ওস্তাদ সুনীল কুমার ধর। পরিবারের সদস্যদের নিয়ে তিনি দীর্ঘদিন ধরে নগরীর দুর্গাবাড়ি আঠারোবাড়ি বিল্ডিং এলাকায় বসবাস করতেন।
মৃত্যুকালে দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন এ সঙ্গীতজ্ঞ। তার মৃত্যুতে জেলার সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
বাংলা/এসএ/