• বিদেশ ডেস্ক
  • ০৩ সেপ্টেম্বর ২০২০ ১১:০৪:১০
  • ০৩ সেপ্টেম্বর ২০২০ ১১:০৪:১০
অন্যকে জানাতে পারেন: Facebook Twitter Google+ LinkedIn Save to Facebook প্রিন্ট করুন
বিজ্ঞাপন

আফ্রিকায় ছড়াচ্ছে মাঙ্কিপক্স, কঙ্গোতেই ১০ জনের মৃত্যু

ফাইল ছবি

আফ্রিকার বেশ কয়েকটি দেশে ছড়িয়ে পড়ছে মাঙ্কিপক্স। এখন পর্যন্ত মধ্য আফ্রিকার দেশ গণপ্রজাতন্ত্রী কঙ্গোতে ১০ জনের প্রাণ কেড়েছে রোগটি।

এক মাসের বেশি সময়ের মধ্যে দেশটিতে ১৪১ জনের শরীরে রোগটির সংক্রমণ ধরা পড়েছে বলে গত ১ সেপ্টেম্বর, মঙ্গলবার জানিয়েছে স্থানীয় গণমাধ্যমগুলো। তাদের বরাতে গতকাল এক সংবাদে বিবিসি এসব তথ্য জানিয়েছে।

অ্যাকচুয়ালাইট নামের স্থানীয় একটি নিউজপোর্টালকে দেশটির শানকুরু প্রদেশের স্বাস্থ্য কর্মকর্তা ডা. এইমে আলেঙ্গো বলেছেন, ‘জরিপের প্রথম সপ্তাহ থেকে ৩৩তম দিন পর্যন্ত আমরা ১৪১ জন রোগী শনাক্ত করেছি। এদের মধ্যে মারা গেছেন ১০ জন।’

এই রোগে পাঁচ বছরের কমবয়সী শিশুরা বেশি আক্রান্ত হচ্ছে বলেও জানান তিনি।

কঙ্গো ছাড়াও তাদের প্রতিবেশী আরো কয়েকটি দেশে মাঙ্কিপক্স ছড়িয়ে পড়ছে বলেও তথ্য পাওয়ার বিষয় জানান ডা. আলেঙ্গো।

এদিকে বর্তমান জরুরি অবস্থায় এই প্রাদুর্ভাব মোকাবেলায় তহবিল সংগ্রহ করার মতো চ্যালেঞ্জ তাদের নিতে হচ্ছে বলে এক জরুরি স্বাস্থ্য বুলেটিনে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) আফ্রিকান দপ্তর।

এক ধরনের অর্থোপক্সভাইরাস এই মাঙ্কিপক্স। এর লক্ষণ অনেকটাই গুটি বসন্তের মতো। তবে এটি গুটিবসন্তের মতো ততোটা গুরুতর নয়।

বাংলা/এসএ/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Page rendered in: 0.1539 seconds.