ছবি : সংগৃহীত
করোনার কারণে দীর্ঘদিন ধরে ক্যাম্পাস বন্ধ থাকায় বাসায় অলস সময় কাটাচ্ছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বেড়েই চলেছে বড়সড় জটের আশংকা।
এদের মধ্যে অনেকেই মানসিকভাবে ভেঙে পড়েছেন। কারোর একটিমাত্র সেমিস্টার বাকি, কারোর টিউশনি বন্ধ। সর্বসাকুল্যে বাসায় থাকতে থাকতে অধিকাংশ শিক্ষার্থী হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন।
গতো ২৮ আগস্ট সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) সাংবাদিক সমিতি ক্যাম্পাসে ফিরতে ইচ্ছুক এবং অনিচ্ছুক শিক্ষার্থীদের অনুপাত জানতে একটি জনমত বিশ্লেষণী পোলের আয়োজন করে। এতে ১১৬০ জন শিক্ষার্থী ভোট দেন। এরমধ্যে ৮২৭ জন্য শিক্ষার্থী ক্যাম্পাসে ফিরতে চান যা মোট জনমতের ৭০% এর ও বেশী!
এদের মধ্যে ক্যাম্পাসে ফিরতে ইচ্ছুক সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের একজন শিক্ষার্থী প্রীতম বসাক বলেন, ' দোকানপাট, বাজার, অন্য সকল সরকারি প্রতিষ্ঠান খোলা থাকলে বিশ্ববিদ্যালয় খুলে দিতে কোনো সমস্যা থাকতে পারে বলে আমার মনে হয় না। '
অন্যদিকে বেশ কিছু শিক্ষার্থী বাসায় থাকাটাকেই প্রাধান্য দিচ্ছেন।
তন্মধ্যে একজন শিক্ষার্থী কাওসার বলেন, ' এই করেনার সময় সরকার বিশ্ববিদ্যালয়গুলোকে বন্ধ রেখে বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন, আশা করি পৃথিবীর থেকে চিরতরে মুছে যাবে এই মহামারি। জীবনের মায়া ত্যাগ করে বিশ্ববিদ্যালয়ে ফিরতেই হবে এমন কোনো কথা নয়, অনলাইনে ক্লাস হচ্ছে যা এই ক্রান্তিলগ্নে যথেষ্ট।
সামাজিক যোগাযোগ মাধ্যমে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর অধিকাংশ শিক্ষার্থীই ক্যাম্পাসে ফিরতে চান বলে মত দিচ্ছেন। দীর্ঘ বন্ধের কারণে বড়সড় জটে পড়বে বিশ্ববিদ্যালয়গুলোর বিভাগগুলো।