• ক্রীড়া ডেস্ক
  • ০৭ সেপ্টেম্বর ২০২০ ১২:৫৩:৪০
  • ০৭ সেপ্টেম্বর ২০২০ ১২:৫৩:৪০
অন্যকে জানাতে পারেন: Facebook Twitter Google+ LinkedIn Save to Facebook প্রিন্ট করুন
বিজ্ঞাপন

বিচারকের গায়ে বল ছুড়ে ইউএস ওপেন থেকে বহিষ্কৃত জোকোভিচ

ছবি : সংগৃহীত

ইউএস ওপেন থেকে বহিষ্কার হয়েছেন টেনিস বিশ্বের এক নম্বর তারকা নোভাক জোকোভিচ। প্রতিপক্ষের কাছে পিছিয়ে থাকা হতাশ জোকোভিচের ছুড়ে দেয়া বল বিচারকের গলায় আঘাত হানায়  কড়া শাস্তি পেতে হলো  সার্বিয়ান এই তারকাকে।

গতকাল ৬ সেপ্টেম্বর, রবিবার একক গ্র্যান্ড স্ল্যামে পাবলো ক্যারেনো বুস্টার বিরুদ্ধে চতুর্থ রাউন্ডের ম্যাচে এমন কাণ্ড ঘটান জোকোভিচ।

ম্যাচের প্রথম সেটের তখন একাদশ গেম চলছে। এরই মধ্যে ৫-৬ পিছিয়ে ছিলেন জেকোভিচ। এমন সময় হতাশায় জোরে বলে আঘাত করেন। যা গিয়ে লাগে ওই মহিলা লাইন জাজের গলায়। অবশ্য সঙ্গে সঙ্গেই তার দিকে এগিয়ে যান জোকোভিচ।

পরে টুর্নামেন্ট সুপারভাইজার তার সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন। পরে চলতি ইউএস ওপেন থেকে  জোকোভিচকে বহিষ্কারের সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়। ঘটনার পরপরই দ্রুত মাঠ ছেড়ে সংবাদমাধ্যমকর্মীদের ধরাছোঁয়ার বাইরে চলে যান জেকোভিচ।

তবে দ্রুতই নিজের ভুলও বুঝতে পেরেছেন এই সার্বিয়ান তারকা। ইন্সটাগ্রামে দেয়া এক পোস্টে এ ঘটনায় দুঃখ প্রকাশ করেন তিনি। আঘাতপ্রাপ্ত বিচারকের সুস্থতার জন্য সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানান। এছাড়া টুর্নামেন্ট কর্তৃপক্ষের কাছে এমন আচরণের জন্য ক্ষমাও প্রার্থনা করেন বর্তমান সময়ের শীর্ষ বাছাই নোভাক জোকোভিচ।

এমনিতেই এবারের টুর্নামেন্টে নেই রজার ফেডেরার-রাফায়েল নাদালের মতো তারকা। তার ওপর দারুণ ফর্মেও ছিলেন জোকোভিচ। কোয়ার্টার ফাইনালে উঠার লড়াইয়ের এই ম্যাচের আগে কোনো ম্যাচে হারেননি তিনি। যে কারণে এবার অনেকটাই নিশ্চিত ছিল তার শিরোপা জয়ের। এ অপ্রত্যাশিত ঘটনায় নিজের ১৬তম গ্রান্ডস্ল্যাম জয়ের সহজ সুযোগ হাতছাড়া হওয়ায় যারপরনাই হতাশ জোকোভিচ।

বাংলা/এসএ/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Page rendered in: 0.1459 seconds.