ছবি : সংগৃহীত
রাজবাড়ীতে একটি বোয়াল বিক্রি হলো ৩১ হাজার ২০০ টাকায়। বিশাল আকারের এই বোয়াল মাছটির ওজন ১২ কেজি। আলম শেখ নামে এক জেলের জালে ওই মাছটি ধরা পড়েছে। গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে বোয়ালটি ধরা হয়।
১৬ সেপ্টেম্বর, বুধবার দুপুরে দৌলতদিয়া ঘাটেই ওই বোয়াল মাছটি বিক্রি হয়। প্রথমে মাছ ব্যবসায়ী মো. শাজাহান শেখ ২ হাজার ৫০০ টাকা কেজি দরে ৩০ হাজার টাকায় ওই বোয়াল মাছটি আলম শেখের কাছ থেকে কিনে নেন। এরপর তা ২ হাজার ৬০০ টাকা কেজি দরে বিক্রি করেন। যার মোট মূল্যে দাঁড়ায় ৩১ হাজার ২০০ টাকায়।
এ বিষয়ে শাজাহান শেখ বলেন, এখন নদীতে প্রায়ই বড় বড় মাছ ধরা পড়ছে। সেসব মাছ তিনিসহ ঘাটের অন্য ব্যবসায়ীরা কিনে সামান্য লাভে ফোনের মাধ্যমে যোগাযোগ করে দেশের বিভিন্ন স্থানে বিক্রি করেন।
তিনি আরো জানান, এর আগে সকালে একটি ১০ কেজি ওজনের রুই ১৭ হাজার টাকায় কিনে ১৮ হাজার ও ২৫ কেজি ওজনের বাঘাইড় ২৫ হাজার টাকায় কিনে ৩০ হাজার টাকায় বিক্রি করেছেন।
মূলত দৌলতদিয়ায় পদ্মা নদীতে রুই, বাঘাইড়সহ বিভিন্ন প্রজাতির বড় মাছ ধরা পড়ে। এবার আলম শেখের জালে ১২ কেজি ওজনের ওই বোয়াল মাছ ধরা পড়ে।
বাংলা/এনএস