ছবি: সংগৃহীত
নিউ নর্মাল বা নতুন স্বাভাবিকতার চলমান এই সময়ে পোশাকে সত্যিকারের উপযোগিতা বা ইউটিলিটি পেতে চাইছেন ফ্যাশনপ্রেমীরা। ফ্যাশনের এই বদলে যাওয়া অভিরুচিকে কেন্দ্র করেই দেশের অন্যতম সেরা ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড লা রিভ নিয়ে এসেছে ফল ২০২০ কালেকশন।
লা রিভের প্রধান নির্বাহী পরিচালক মন্নুজান নার্গিস ফ্যাশনের এই বদলে যাওয়া হাওয়াকে গ্রহন করেছেন একটি ইতিবাচক পরিবর্তন হিসেবে। তিনি বলেন, "প্রতিবছরই ফ্যাশনে এমন কিছু থিম জন্ম নেয় যা ওই বছরের চলমান পরিস্থিতিকে ফুটিয়ে তোলে। যেমন, এই বছরের ফল কালেকশনে ফিরে এসেছে আর্থি টোন বা বাদামী ঘেঁষা মেটে রঙগুলোর ব্যবহার যা পোশাকে শরতের আবহ ফুটিয়ে তোলে, একই সাথে আমাদের প্রিয় পৃথিবী নিয়েও ভাবতে শেখায়। যার কারণে একে ইউটিলিটি কালার প্যালেট বা ফ্যাশনের সবচে উপযোগি রঙ বলে মানা হয়। লা রিভ সবসময়ই আন্তর্জাতিক ট্রেন্ডের ফিউশন নিয়ে কাজ করতে পছন্দ করে। এবারও আমরা ফল রানওয়ে থেকে স্ট্রাইপের দারুণ কিছু কম্বিনেশনে কাজ করেছি। ফ্যাশনপ্রেমীরা এবার বেঙ্গল, রেজিমেন্টাল, বারকোড শেভ্রন, ব্রোকেন, অওনিং, সিটাডেল এবং পিন স্ট্রাইপের চমৎকার কিছু কাজ দেখতে পাবেন। একই সাথে আর্থি, জুয়েল এবং ফুশিয়া কালার প্যালেটে ফ্লোরাল হেড, ইকোলজি স্কিন, নাইট-টাইম ট্রপিকস, জাঙ্গল ওয়ারিয়র, ট্রাইবাল জিওমেট্রি, সfররিয়ালিজম হিস্ট্রি, টিনটেড ব্লুম ইন্সপিরেশন থেকে বাছাই করা দারুণ কিছু প্রিন্ট নিয়ে এসেছি আমরা। পাশাপাশি রোল-আপ ট্যাব, ফ্রিক্সড ওয়েস্ট বেল্ট, শ্রাগ ও কোটি অ্যটাচমেন্ট, হুডি, কার্গো স্টাইল, অ্যালবো প্যাচ, প্যাচ পকেট, স্টেটমেন্ট কলার ও প্লেইডের ফিচারগুলোকে ফোকাসে রাখা হয়েছে।"
উমেনজ্ কালেকশন
ইকোলজি বা বাস্তশাস্ত্রের প্রতি সচেতন ও নতুনতর আবিষ্কারের সম্ভাবনায় অণুপ্রাণিত নারীর জন্য টেরাফর্ম শিরোনামে সাজানো হয়েছে এবারের ফল উমেন কালেকশন। মোটিফ হিসেবে বেছে নেয়া হয়েছে ভিন্ন ধাঁচের স্টা্রইপ এবং ইকোলজি-ইন্সপায়ার্ড প্রিন্ট। চকলেট, নেভি ব্লু, স্লেট ব্লু, মাশরুম ব্রাউন, পার্পল, সাদা, কালো, ধুসর, বাদামী, হলুদ, কচি ও গাঢ় সবুজ এবং ফুশিয়া ও জুয়েল প্যালেটকে রঙ হিসেবে বাছাই করা হয়েছে। স্টাইলগুলো ফোটানো হয়েছে আরামদায়ক ভিসকোস, কটন, জর্জেট, আর্ট সিল্ক, সাটিন, শিফন,পলি ও সিল্ক ফেইলি, কটন ব্লেন্ড, নিট ও ড্রাই ফিট ফেব্রিকে।
নারীদের জন্য বিশেষ চমক হিসেবে থাকছে লা রিভ জাম্পস্যুট কালেকশন। শোল্ডারস্ট্র্যাপ দেয়া এই জাম্পস্যুটগুলো স্টাইলিশ পার্টি এবং ট্রেন্ডি ক্যাজুয়ালওয়্যার হিসেবে অনায়াসে পরিধান করা যাবে। এথনিক কালেকশনে সালোয়ার কামিজ, কামিজ, টিউনিকের পাশাপাশি থাকছে শার্ট টিউনিক, হুডি টিউনিক, লং শার্ট ও শ্রাগ। সকালের জগিং ও ইয়োগার জন্য আছে অ্যথলেজার টপ। সাথে নাইন-টু-নাইন কালেকশন ও ম্যাচিং বটমস তো থাকছেই।
মেনজ্ কালেকশন
লা রিভ ফল মেনজ কালেকশনের শিরোনাম জেটিসন। থিমের সাথে মিলিয়ে গাড় ও শ্যাওলা সবুজ, খয়েরি, মেটে, টার্কিশ নীল, আসমানি, ধুসর, বাদামী, গেরুয়া, সাদা, কালো, চকলেট ও ক্রিম রঙকে প্রাধান্য দেয়া হয়েছে। শরতের ঈষদুষ্ণ আবহাওয়া বিবেচনায় ফেব্রিকের জন্য ভিসকোস, কটন, ইন্ডি কটন, কটন ব্লেন্ড, ফেইলি, ও ড্রাইফিট ফেব্রিকসহ জ্যাকার্ড, ডবি, নিটের বুননকে বেছে নেয়া হয়েছে।
ঘরে, বাইরে এবং পার্টিতে পরার জন্য ক্যাজুয়াল পাঞ্জাবির দারুণ একটি কালেকশন এবারের প্রধান আকর্ষণ। ফিটেড এবং সেমি ফিটেড পাঞ্জাবির নতুন স্টাইলগুলো তো থাকছেই। প্রতিদিনের অফিস স্টাইলে চমক আনতে প্রিমিয়াম কোয়ালিটির ফর্মাল শার্ট এবং বিজনেস ক্যাজুয়াল শার্টের নজরকাড়া দুটি কালেকশন থাকছে। ঘরে বাইরে পরার জন্য ল্যাপেল কলার ডেনিম, চেক,ক্যাজুয়াল ও কমফোর্ট শার্টেরও কালেকশন রাখা হয়েছে। বাছাই করা টিশার্ট ও পোলোর সমাহার সবার নজর কাড়বে এবার। বছরের এই সময়টা খেলাধুলার জন্য দারুন তাই অ্যথলেজার কালেকশনে নতুন ধাঁচের কিছু টিশার্ট দেখা যাবে। বটমসের জন্য প্রিমিয়াম প্যান্ট পাজামা, জিন্স ও স্ট্রেচ চিনোস বাছাই করেছে লা রিভ। অফিস-টু-পার্টি উপযোগি নাইন-টু-নাইন কালেকশনেও নতুন স্টাইল যোগ করা হয়েছে।
কিডস কালেকশন
কল্পনায় বিশ্বব্রহ্মান্ড ঘুরে বেড়ানো শিশুদের সবগুলো পছন্দের চরিত্র এবং রঙ মিশিয়ে শিশুদের জন্য তৈরি হয়েছে স্কাইস্পেস কালেকশন। হলুদ, গোলাপি, সাদা, আসমানী, কমলা, বেগুনি, নীল, লেমন, ফরেস্ট গ্রিন, নিয়ন ও প্যাস্টেলের কালার প্যালেটে মোটিফ হিসেবে প্রাধান্য পেয়েছে ফ্লোরাল ফরেস্ট, কাটুর্ন, সুপারহিরো, মিকি মাউস, মার্ভেল, ভিনটেজ ভেহিকল, রোবোটিক এবং জিওমেট্রিক শেপ।
ছেলে শিশুদের জন্য কটন, ভিসকোস, ডেনিম ও নিটে তৈরি করা হয়েছে ক্যাজুয়াল শার্ট, টিশার্ট, পোলো এবং পাঞ্জাবি। মেয়েশিশুদের জন্য থাকছে ক্যাজুয়াল টিউনিক এবং পাটি ফ্রকের দারুন কিছু স্টাইল। সিল্ক, সাটিন, কটন ও ভিসকোসে তৈরি এই পোশাকগুলোতে প্রিন্সেস লাইন, র্যাপ স্টাইল, গ্যাদার, ফ্রিল ও র্যাফল এবং লেয়ারে এম্ব্রয়ডারি ও প্যাচের দারুণ কিছু কাজ করা হয়েছে। ঘাগরা-চোলি, তাঁতে বোনা উভেন সেটের পাশাপাশি জাম্পস্যুটও থাকছে ছোট্ট রাজকন্যার জন্য। ম্যাচিং বটমস থাকছে উভয়ের জন্যই। নবজাতকদের স্টাইলগুলোও বাদ পড়েনি।
লা রিভের ফল কালেকশন ২০২০ পাওয়া যাবে মোহাম্মদপুর, বাসাবো, বনশ্রী, ধানমন্ডি, মিরপুর ১ ও ১২, উত্তরা, ওয়ারী ১ ও ২, বেইলি রোড, যমুনা ফিউচার পার্ক, বসুন্ধরা সিটি, পুলিশ প্লাজা, নারায়ণগঞ্জ, খুলনা এবং সিলেট দর্শন দেউরি ও নয়া সড়ক আউটলেটে। অনলাইনে কিনতে ভিজিট করুন www.lerevecraze.com এবং www.facebook.com/lerevecraze