ইমন-হৃদিতা’র বিয়ের ছবিটি সংগৃহীত
স্ত্রীর দায়ের করা নারী নির্যাতন মামলায় গ্রেপ্তারের পর সংগীত পরিচালক শওকত আলী ইমনকে কারাগারে পাঠানো হয়েছে। গত ২৫ সেপ্টেম্বর, শুক্রবার রাতে তাকে রাজধানীর রমনা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
পরে গতকাল ২৬ সেপ্টেম্বর, শনিবার তাকে আদালতে হাজির করা হলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিনুর রহমানের আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
পুলিশ জানিয়েছে, গত ২০ সেপ্টেম্বর ইমনের তৃতীয় স্ত্রী হৃদিতা রেজা তার বিরুদ্ধে ১০ লাখ টাকা যৌতুকের দাবিতে নির্যাতনের অভিযোগে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন।
গত ২৭ ফেব্রুয়ারি ইমনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন একটি বেসরকারি টিভি চ্যানেলের সংবাদ পাঠিকা হৃদিতা। মাস দুয়েক আগেও তাকে নির্যাতনের সংবাদ বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হয়েছিল।
এর আগে ১৭ বছর একসাথে দাম্পত্যজীবন কাটানোর পর ২০১২ সালে প্রথম স্ত্রী অভিনেত্রী বিজরী বরকতউল্লাহ’র সাথে ছাড়াছাড়ি হয় ইমনের। পরের বছরই তিনি বিয়ে করেন নৃত্যশিল্পী জিনাত কবির তিথিকে। সে সংসার বেশিদিন টেকেনি। বিচ্ছেদের পর আপত্তিকর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়ার অভিযোগে তিথির মামলায়ও গ্রেপ্তারও হয়েছিলেন ইমন।
পরবর্তীতে এ বছরের ফেব্রুয়ারিতে হৃদিতা রেজার সাথে তৃতীয়বার বিবাহবন্ধনে আবদ্ধ হন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই সংগীত পরিচালক।
বাংলা/এসএ/