ছবি : সংগৃহীত
দীর্ঘ বিরতির পর শুরু হচ্ছে জি-বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো ‘মীরাক্কেল’র নতুন মৌসুম। আগামী ১১ অক্টোবর রাত ৮টা থেকে প্রচারিত হবে কমেডিঘরানার এই শো’টি। আগেই জানা গিয়েছিল, এ মৌসুমে বিচারক হিসেবে থাকছেন না অভিনেত্রী শ্রীলেখা মিত্র। এবার তার স্থলে দেখা যেতে পারে আরেক অভিনেত্রী পাওলি দামকে।
শুরু থেকেই শুভংকর চট্টোপাধ্যায় প্রযোজিত-পরিচালিত ‘মীরাক্কেল’-এর বিচারকের আসনে দেখা গেছে পরান বন্দোপাধ্যায়, রজতাভ দত্ত ও শ্রীলেখা মিত্রকে। তবে এবার শ্রীলেখা মিত্রকে যে দেখা যাচ্ছেনা তা নিশ্চিত। এবার নতুন সংবাদ মিলেছে, বাকি দুই বিচারককেও নাকি দেখা যাচ্ছে না এবারের সিজনে!
প্রথম দিনের শুটিং শেষে উপস্থাপক মীর আফসার আলী যেসব ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন, তাতে এমনই ইঙ্গিত মিলছে। ইনস্টাগ্রামে পোস্ট করা ছবিতে মীরের সঙ্গে পাওলি দামের পাশাপাশি দেখা গেছে আরেক অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে। এছাড়া কাঞ্চন মল্লিক ও বিশ্বনাথ বসুকেও দেখা গেছে।
শ্রীলেখা তো নয়ই, প্রথম দিনের শুটিংয়ের ছবিতে পরান বন্দোপাধ্যায় ও রজতাভ দত্তকেও দেখা যায়নি! এতে ‘মীরাক্কেল’ নতুন রূপে প্রচারিত হচ্ছে—এমনই আভাস মিলেছে। জানা গেছে, বিচারকের আসনে রুদ্রনীলকেও দেখা যেতে পারে!
‘মীরাক্কেল’র নতুন সিজন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া মীর আফসার আলীর পোস্টে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। অনেকেই নতুনের আবাহনকে স্বাগত জানালেও অধিকাংশই নতুন বিচারকদের দেখে নেতিবাচক মন্তব্য করছেন।
বাংলা/এসএ/