ছবি : সংগৃহীত
হাবিপ্রবি প্রতিনিধি:
আট দফা দাবিতে আজ মানববন্ধন করেছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ( হাবিপ্রবি ) কৃষি অনুষদের ১৯ ব্যাচের শিক্ষার্থীরা। আজ দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এই মানববন্ধনটির আয়োজন করে শিক্ষার্থীরা। মানববন্ধন শেষে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মু. আবুল কাসেম বরাবর একটি স্মারক লিপি প্রেরণ করে।
মানববন্ধন এ শিক্ষার্থীদের দাবীসমূহঃ
১। অনতিবিলম্বে লেভেল -১ সেমিস্টার-১ এর ফলাফল দিতে হবে
২। সিলেবাস শর্ট করে লেভেল-১ সেমিস্টার-২ এর পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করতে হবে (সম্ভব হলে অনলাইনে)।
৩।যদি পরীক্ষা নেয়া সম্ভব না হয় তাহলে খুব তাড়াতাড়ি লেবেল-২ সেমিস্টার-১ এর ক্লাস শুরু করতে হবে
৪। সেশনজট কমানোর জন্য বাকি সেমিস্টার গুলো ৫ মাসে শেষ করতে হবে।
৫। প্রাক্টিক্যাল এর এক্সপেরিমেন্ট কমিয়ে প্রেজেন্টেশন অথবা এসাইনমেন্ট সিস্টেম শুরু করতে হবে।
৬। এই মহামারীর প্রেক্ষিতে প্রয়োজনে ইয়ারলি সিস্টেম চালু করতে হবে (বছরে একটি পরীক্ষা)।
৭। সেমিস্টার শুরুর আগে একাডেমিক ক্যালেন্ডার দিতে হবে যেখানে মিড এবং ফাইনাল সম্ভাব্য তারিখ উল্লেখ থাকবে। এবং
৮। ফাইনাল পরীক্ষার পর তিন মাসের মধ্যে ফলাফল দিতে হবে, সেটা পরের সেমিস্টারের মিড পরীক্ষার আগেই "।
মানববন্ধনে কৃষি অনুষদের ১৯ ব্যাচের শিক্ষার্থী আবুল বাশার তাদের আট দফা দাবি তুলে ধরার পাশাপাশি বলেন, " শিক্ষক সংকট দ্রুত সময়ের মাঝেই সামাধান করতে হবে। শিক্ষক ও শিক্ষার্থীর অনুপাত ( ২০ঃ১ ) ঠিক রাখতে হবে। যাতে করোনা পরবর্তি সময়ে দ্রুত ক্লাস কার্যক্রম সমাপ্ত করে পরবর্তি সেমিস্টারে ওঠা যায়। পাশাপাশি ক্লাসরুম সংকট দ্রুত সমাধান করতে হবে। কারণ আমরা একই ক্লাসরুমে ১২৫ জন শিক্ষার্থী ক্লাস করি যা সত্যিই দুঃখজনক। তার উপর ক্লাস রুমে নেই কোনো সাউন্ডসিস্টেম। "
এসময় কৃষি অনুষদের ক্লাস রিপ্রেজেন্টটেটিভ( সিআর) বলেন, " আমাদের লেভেল-১ সেমিস্টার-১ এর ফাইনাল পরীক্ষার ফলাফল প্রকাশিত না হওয়ায় আমরা আমাদের পরিবারের কাছে ছোট হয়ে গেছি। কারণ পরিবার সন্দেহ করছে আমরা পরীক্ষায় পাশ করতে পেরেছি কিনা এনিয়ে। "
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্যারকে জানানো হলে তিনি সেশনজট নিরসনে ৫ মাসে সেমিস্টার শেষ করার ব্যাপারটা অতি যৌক্তিক বলে মনে করেছেন ।পরীক্ষা না নিয়ে পরবর্তী সেমিস্টারের ক্লাস নেয়া সম্ভব নয়। তবে, অনলাইনে পরীক্ষা নিয়ে শুরু করা যায় কিনা তা নিয়ে একাডেমিক কাউন্সিলে আলোচনা করা হবে বলে জানিয়েছেন। পরীক্ষার ফলাফল দ্রুত দেয়ার বিষয়ে তিনি করোনাকালে সবকিছুই থমকে গেছে বলে তাই সমস্যা হচ্ছে এবং বিষয়টি পরীক্ষা নিয়ন্ত্রকের বলে জানান তিনি।
আর একাডেমিক ক্যালেন্ডারের ব্যাপারে সংশ্লিষ্ট অনুষদ থেকে সংগ্রহ করতে বলেছেন তিনি।