• বিদেশ ডেস্ক
  • ১০ অক্টোবর ২০২০ ১০:২৮:০৩
  • ১০ অক্টোবর ২০২০ ১০:২৮:০৩
অন্যকে জানাতে পারেন: Facebook Twitter Google+ LinkedIn Save to Facebook প্রিন্ট করুন
বিজ্ঞাপন

শমীর তৃতীয় বিয়ে

ছবি : সংগৃহীত

তৃতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসেছেন একসময়ের জনপ্রিয় অভিনেত্রী শমী কায়সার। নিজের বন্ধু ও ব্যবসায়ী রেজা আমিনের সাথে এবার গাঁটছড়া বেঁধেছেন তিনি।

জানা গেছে, দীর্ঘদিন ধরেই ব্যবসায়ী রেজা আমিনের সঙ্গে শমীর বন্ধুত্ব। উভয়ের জানাশোনা গাঢ় হলে তা ভালো লাগা থেকে প্রণয়ে রূপ নেয়। পরবর্তীতে দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে সম্প্রতি তারা বিয়েবন্ধনে আবদ্ধ হন।

এর আগে পশ্চিমবঙ্গের নির্মাতার রিঙ্গোর সাথে ১৯৯৯ সালে ঘর বাঁধেন শমী। তার সেই সংসার টিকেছিল মাত্র দুই বছর। পরবর্তীতে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আরাফাতের সাথেও সংসার বেঁধেছিলেন তিনি। তা-ও দীর্ঘস্থায়ী হয়নি।

নব্বইয়ের দশকের জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী শমী কায়সার শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়সার ও সাবেক সংসদ সদস্য পান্না কায়সারের মেয়ে। তিনি বর্তমানে ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ( ই-ক্যাব)-এর সভাপতির দায়িত্বে আছেন।

বাংলা/এসএ/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Page rendered in: 0.1546 seconds.