• নিজস্ব প্রতিবেদক
  • ১০ অক্টোবর ২০২০ ১২:২৩:২৭
  • ১০ অক্টোবর ২০২০ ১২:২৮:৩৮
অন্যকে জানাতে পারেন: Facebook Twitter Google+ LinkedIn Save to Facebook প্রিন্ট করুন
বিজ্ঞাপন

পূজার পোশাক নিয়ে লা রিভ

ছবি: সংগৃহীত

বছর ঘুরে আবার শুরু হয়েছে শারদীয় দুর্গাপূজার মৌসুম। এই উপলক্ষ্যে পূজা ২০২০ শিরোনামে নতুন পোশাকের দারুন একটি সংগ্রহ এনেছে দেশের অন্যতম প্রধান ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড লা রিভ। প্রতিটি আউটলেট এবং অনলাইন থেকে নতুন কালেকশনটি সংগ্রহ করা যাবে।

পূজা ২০২০ সংগ্রহ নিয়ে লা রিভের প্রধান নির্বাহী কর্মকর্তা মন্নুজান নার্গিস জানান, বছরের এই সময়ে শুধু প্রকৃতিতেই রঙ বদল হয় না, বাঙালির সার্বজনীন সংস্কৃতির নানান উপাদানও পূজার পোশাকে উঠে আসে। তাই এই কালেকশনে গ্রামবাংলার উঠান-আল্পনা, টেপাপুতুল, পেঁচা, পদ্ম, শিউলি, জবা, গাঁদা ও সবুজ লতার বনের পাশাপাশি ট্রাইবাল মেডালিয়ন, ফল ল্যান্ডস্কেপ, আরবাসকিউ গ্রাফিক্স, দামাস্ক রিপিট, শেভরন ও বেঙ্গল স্টা্রইপস নিয়ে কাজ করেছে লা রিভ। কাপড় হিসেব কটন, ভিসকোস, আর্ট সিল্ক, টু-টোন জ্যাকার্ড, ফেইলি, রেয়ন, কটন ব্লেন্ড, জর্জেট এবং সাটিন বেছে নেওয়া হয়েছে যা শরতের ক্যাজুয়াল স্টাইল এবং পূজার পার্টি' দুটো অনুষ্ঠানেই মানিয়ে যাবে।

পুরুষের জন্য কমলা, নীল, সাদা, মাস্টার্ড ইয়েলো, ভারমিলিয়ন, অফ-হোয়াইট, বেইজ, সি-গ্রিন ও পার্পল রঙে সাজানো হয়েছে পূজার পাঞ্জাবি, টিশার্ট, পোলো শার্ট, ক্যাজুয়াল ও প্রিমিয়াম কোয়ালিটি শার্টের সংগ্রহ। এতে কারচুপি, রেট্রো র‌্যাপ, প্যাচ পকেট, পকেট উইথ ফ্ল্যাপ, বাটন ট্যাব ও শোল্ডার প্যচের ফিচার সংযোজন করা হয়েছে। আরো আছে মানানসই ধুতিকাট ও স্ট্রেইটকাট পাজামা, প্যান্ট পাজামা, চিনোস ও জিন্স প্যান্টের সমারোহ।

নারীদের জন্য পূজার শাড়ি, লং কামিজ, সালোয়ার কামিজ সেট, টিউনিক এবং টপসের সংগ্রহ থাকছে এই সংগ্রহে। রঙ হিসেবে কোবাল্ট ব্লু, ভায়োলেট, অরেঞ্জ, ব্ল্যাক, স্কাই, মাস্টার্ড ইয়েলো, অফ হোয়াইট, রেড, ব্রাউন, রাস্ট, ইনক্ ব্লু, পিংক ও মেরুন রঙগুলিকে বাছাই করা হয়েছে। পোশাকগুলোতে কাট অ্যান্ড সিউ ও ফ্রক প্যটার্ন, এম্পায়ার ওয়েইস্ট, ট্রেইল কাট, এ লাইন, স্ট্রেইট কাট টিউনিক, বেল্ট অ্যাটাচমেন্ট, ল্যান্টার্ন ও ফ্রিল স্লিভ, ফ্লন্স স্লিভ, র‌্যাফল কাফ ও হেম, কোয়ার্টার, কী-হোল নেকলাইন এবং ওড়নায় টাইডাই ইফেক্ট চোখে পড়বে। মানানসই পালাজ্জো, লেগিংস,স্কার্ট, হারেম প্যান্ট আর জিন্স তো থাকছেই।

ছেলে ও মেয়েশিশু এবং নবজাতকদের জন্যও পূজার রঙিন পোশাকের সংগ্রহ রেখেছে লা রিভ।

লা রিভের পন্য অনলাইনে কিনতে www.lerevecraze.com এবং www.facebook.com/lerevecraze

সংশ্লিষ্ট বিষয়

লা রিভ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Page rendered in: 0.1559 seconds.