ছবি : সংগৃহীত
ধর্ষণ-নির্যাতন-নিপীড়নের মতো জঘন্য সব অপরাধ ঘটেই চলছে। কিছুতেই এর লাগাম টানছে না। দিন দিন এর সহিংস রুপ নারীর জন্য এক দোজখময় পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতির প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক সেলিম রেজা নিউটন গাইলেন ‘দোজখের গান’।
‘দোজখের গান’ শিরোনামে গানটির মাধ্যমে দেশব্যাপী ধর্ষণ-নির্যাতন ও বিচারহীনতার কথা উঠে এসেছে।
গানটি সম্পর্কে নিউটন জানান, ‘গানটি ২০১৬ সালের মার্চ মাসে লেখা ও সুর করা এবং আগস্টে রেকর্ড করা হয়। সে বছর মার্চে কুমিল্লার ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের ১৯ বছর বয়সী শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনুকে দলবদ্ধভাবে ধর্ষণ করার পর খুন করা হয়। তার মৃতদেহ উদ্ধার করা হয় কুমিল্লার ময়নামতি সেনানিবাসের অভ্যন্তরে একটি ঝোপ থেকে। এই গান খুন-ধর্ষণের বিরুদ্ধে মনুষ্য-জাগরণের।’
গানটি আরো ৪ বছর আগে করা হলেও এতো দিন পর প্রকাশ প্রসঙ্গে তিনি বলেন, ‘এটি মূলত “এপিসেন্টার থ্রি” ব্যান্ডের প্রথম গান। তাদের প্রথম অ্যালবামের কাজও শেষ প্রায়। পুরো অ্যালবামের সব গান এক সাথে রিলিজ করা হবে ভেবে “দোজখের গান” এত দিন প্রকাশ করা হয়নি। এখন সারাদেশে ধর্ষণের সর্বগ্রাসী অপচ্ছায়া যেভাবে নেমে এসেছে এবং যেভাবে তার বিরুদ্ধে মানুষ রাস্তায় দাঁড়াতে শুরু করেছেন, তার পরিপ্রেক্ষিতে এই গানটি স্বতন্ত্রভাবে রিলিজ করছে “এপিসেন্টার থ্রি”।’
গানটিতে কণ্ঠ ও সুর দিয়েছেন সেলিম রেজা নিউটন। সঙ্গীতায়োজনে তোয়াসীন ও শুভ সুলতান, মিক্সিং ও মাস্টারিংয়ে শুভ সুলতান ও পাভেল রফিক। মিউজিক ভিডিওর চিত্রশিল্প অর্পনা কর, অ্যানিমেশন সৌরভ রায়, স্টুডিও সোনাটা অডিও প্রোডাকশন এন্ড রেকর্ডিং স্টুডিও।