ছবি : সংগৃহীত
১৫ অক্টোবর আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস। রাষ্ট্রে, পরিবারে ও সমাজে নারীর ভূমিকা ও অবদানের যথাযথ মূল্যায়নের লক্ষ্যে ২০০৭ সালে জাতিসংঘের সাধারণ পরিষদের সভায় ১৫ অক্টোবর আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। সেই থেকে প্রতি বছর বাংলাদেশসহ জাতিসংঘভুক্ত দেশগুলো যথাযথ মর্যাদায় এ দিবসটি পালন করে আসছে।
সভ্যতার সূচনালগ্ন থেকে বিশ্বের সব উন্নয়নের সম-অংশীদার হিসেবে পুরুষের পাশাপাশি নারীর অবদান অনস্বীকার্য। নারীর ভূমিকা সমাজ-সভ্যতার অগ্রযাত্রার ইতিহাসে সমান্তরাল। বিশ্বসাহিত্যের বিশাল একটি অংশ জুড়েই আছে নারী। নারীদের নিয়ে লেখা হয়েছে অনেক গান-কবিতা। নারীদের নিয়ে মানবতাবাদী কবি, গীতিকার ও সুরকার মাহবুবুল এ খালিদ লিখেছেন বেশ কয়েকটি গান। যেগুলোতে সুর দিয়েছেন প্রয়াত জনপ্রিয় সুরকার আহমেদ ইমতিয়াজ বুলবুল।
বুলবুলের সুরে মাহবুবুল এ খালিদের লেখা গানগুলোর মধ্যে রয়েছে ‘নারী আমার মা’, ‘নারী কি এতই নগণ্য’, ‘কে বলে নারী পরাধীন’ ইত্যাদি। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন এ প্রজন্মের বেশ কয়েকজন শিল্পী। যাদের মধ্যে রয়েছেন নন্দিতা, লুইপা এবং মেহেদী হাসান।
আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবসের প্রাক্কালে ইউটিউবের ‘খালিদ সংগীত’ চ্যানেলে ‘নারী আমার মা’ গানটির একটি মিউজিক ভিডিও প্রকাশ করা হয়েছে। পাশাপাশি একই চ্যানেলে অন্যান্য গানগুলোর ভিডিও রয়েছে।
এছাড়া, মাহবুবুল এ খালিদের লেখা সব গানই তার সংগীত বিষয়ক ওয়েবসাইট ‘খালিদ সংগীত ডটকম’ (www.khalidsangeet.com)-এ প্রকাশিত হয়েছে।
নারী কখনো কন্যা, কখনো মা কিংবা বোন, আবার কখনো বা ভালোবাসা। নারী ছাড়া এ বিশ্ব অসুন্দর। বিশ্বের সব মহান কাজেই আছে নারীর অবদান। তাই নারী যত এগিয়ে যাবে, ততই বিশ্বের মান বাড়বে। নারী ছাড়া পুরুষ অসম্পূর্ণ। নারী-পুরুষের সম্মিলিত প্রয়াসেই পরিবার, সমাজ, দেশ ও পৃথিবীর মঙ্গল। নারী আমার মা’ গানটির মাধ্যমে এমন বিষয়ের প্রকাশ ঘটেছে।
উল্লেখ্য, মানবদরদী কবি, গীতিকার ও সুরকার মাহবুবুল এ খালিদ গান লিখছেন বিভিন্ন দিবস ও উৎসবকে ঘিরে। যারা মধ্যে আছে বাবা দিবস, মা দিবস, ভালোবাসা দিবস ইত্যাদি। মানবিকতার আবেদনে ভরপুর তাঁর কবিতা ও গানে পাওয়া যায় মানুষের সমস্যা, কষ্ট, সম্ভাবনা, সমাজসচেতনতা, সব ধর্মের ধর্মীয় ও সামাজিক উৎসব ইত্যাদি অসংখ্য মানবকল্যাণমূলক বিষয়।
এছাড়া, তার জনসচেতনতামূলক গানগুলো ব্যাপক প্রশংসিত হচ্ছে। সাম্প্রতিক সময়ে করোনাভাইরাস সচেতনতায় মাহবুবুল এ খালিদের লেখা ও সুরে ‘করোনাকে ভয় করো না’ গানটি বেশ জনপ্রিয়তা পেয়েছে।
‘নারী আমার মা’ গানটির ইউটিউব ভিডিও লিংক: https://youtu.be/rkrQvT9Fdss