evaly
  • নিজস্ব প্রতিবেদক
  • ২০ অক্টোবর ২০২০ ১২:১৭:০৭
  • ২০ অক্টোবর ২০২০ ১৬:৩৬:৫৪
অন্যকে জানাতে পারেন: Facebook Twitter Google+ LinkedIn Save to Facebook প্রিন্ট করুন
বিজ্ঞাপন

আগাম জামিনের জন্য হাইকোর্টে নিক্সন চৌধুরী

ছবি : সংগৃহীত

নির্বাচন বিধি বহিঃর্ভুত আচরণের অভিযোগে দায়ের করা মামলায় আগাম জামিন নিতে হাইকোর্টে উপস্থিত হয়েছেন ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য মুজিবর রহমান চৌধুরী ওরফে নিক্সন চৌধুরী।

আজ ২০ অক্টোবর, মঙ্গলবার দুপুর দেড়টায় তার আগাম জামিন আবেদনের বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে। বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি কে এম জাহিদ সারোয়ার কাজলের হাইকোর্ট বেঞ্চে জামিন শুনানি হবে বলে জানা গেছে।

গতকাল ১৯ অক্টোবর, রবিবার নিক্সন চৌধুরীর পক্ষে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় জামিন আবেদন করেন তার আইনজীবী ড. শাহদীন মালিক। এদিন তার সাথে ছিলেন অপর আইনজীবী এম মনজুর আলম।

গত ১৫ অক্টোবর, বৃহস্পতিবার সকালে চরভদ্রাসন থানায় নির্বাচন কমিশনের পক্ষে নিক্সন চৌধুরীর বিরুদ্ধে মামলাটি দায়ের করেন ফরিদপুরের জেলা সিনিয়র নির্বাচন অফিসার নোয়াবুল ইসলাম।

উল্লেখ্য, গত ১০ জেলার চরভদ্রাসন উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। এসময় কঠোর দায়িত্ব পালন করায় জেলা প্রশাসক ও একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে গালাগাল করেন স্থানীয় সংসদ সদস্য মুজিবর রহমান চৌধুরী নিক্সন। যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

এ ঘটনা পরদিন ১১ অক্টোবর ফদিরপুরের জেলা প্রশাসক মন্ত্রিপরিষদ বিভাগকে লিখিতভাবে অবহিত করেন। পরে মন্ত্রিপরিষদ বিভাগ ১২ অক্টোবর বিষয়ে প্রতিকার চেয়ে নির্বাচন কমিশনেও চিঠি দেয়।

বাংলা/এসএ/

বিজ্ঞাপন

আপনার মন্তব্য

Page rendered in: 0.1118 seconds.