evaly
  • নিজস্ব প্রতিবেদক
  • ২১ অক্টোবর ২০২০ ১২:৩৫:১৯
  • ২১ অক্টোবর ২০২০ ১২:৩৫:১৯
অন্যকে জানাতে পারেন: Facebook Twitter Google+ LinkedIn Save to Facebook প্রিন্ট করুন
বিজ্ঞাপন

লঘুচাপের কারণে সমুদ্রবন্দরে ৩নং সতর্ক সংকেত

ফাইল ছবি

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে ঝড়ো হাওয়ার শঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। যে কারণে  সমুদ্রবন্দরগুলোকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আজ ২১ অক্টোবর, বুধবার এক সামুদ্রিক সতর্কবার্তায় আবহাওয়া অধিদপ্তর জানায়, মধ্য বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপের সৃষ্টি হয়েছে যা পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে।

এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরসমূহের ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এ জন্য চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ (তিন) নম্বর পুনঃ ৩ (তিন) নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

সতর্কবার্তায় উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। সেই সঙ্গে তাদেরকে গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে।

এদিকে বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের কারণে এ মাসের শেষে কিংবা নভেম্বরের শুরুতে একটি ঘূর্ণিঝড়ের আশঙ্কাও প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর।

রাজধানী ঢাকাসহ মতো দেশের ১০টি অঞ্চলে আজ ঝড়বৃষ্টি হতে পারে। ওইসব অঞ্চলের নদীবন্দরকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে।

বুধবার দুপুর একটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের পূর্বাভাসে বলা হয়েছে, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়ো/দমকা হাওয়া বয়ে যেতে পারে।

ঘূর্ণিঝড়ের পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর বলেছে, বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত ক্রমাগত নিম্নচাপে পরিণত হচ্ছে, যা পরবর্তীতে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। সেক্ষেত্রে ঝড়টি এ মাসের শেষে অথবা আগামী মাসের শুরুতে সর্বোচ্চ শক্তি সঞ্চয় করে উপকূলে আঘাত হানতে পারে।

বাংলা/এসএ/

বিজ্ঞাপন

আপনার মন্তব্য

Page rendered in: 0.0885 seconds.