ছবি : সংগৃহীত
ইসরায়েলের একটি যাত্রীবাহী বিমান সুদানের রাজধানী খার্তুম আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে বলে জানা গেছে। সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের পথ অনুসরণ করে সুদানও দেশটির সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে পারে- এমন আলোচনার মধ্যেই এই খবর সামনে এলো।
ইসরায়েলের সাধারণ পদস্থ কর্মকর্তারা ব্যবহার করেন এমন বিমান ওই বিমানবন্দরে অবতরণ করে। ইসরায়েলের ওয়াল্লা নিউজের বরাত দিয়ে তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এমন খবর প্রকাশ করেছে বলে জানিয়েছে পার্সটুডে।
ওই খবরে বলা হয়, সাধারণত পদস্থ ইসরায়েলি কর্মকর্তারা ব্যবহার করেন এমন একটি বিমান সম্প্রতি খার্তুম বিমানবন্দরে অবতরণ করে। কয়েক ঘণ্টা অবস্থানের পর সেটি ওই বিমানবন্দর ত্যাগ করে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও যখন সুদান বিষয়ক এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছিলেন তখন ইসরায়েলি বিমানটি খার্তুম বিমানবন্দরে অবস্থান করছিল।
এর আগে ওয়াশিংটন পোস্ট’র খবরে বলা হয়, ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার জন্য সুদানকে একপ্রকার চেপে ধরেছে। আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণার কাজে বিষয়টি ব্যবহারের জন্য ট্রাম্প এমনটা করছেন। ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করলে সুদানকে সন্ত্রাসবাদের কালো তালিকা থেকে বাদ দেয়া হবে বলেও প্রস্তাব দেয়া হয়েছে।
এদিকে সুদান জানায়, কালো তালিকা থেকে বাদ দেয়ার বিষয়টিকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক করার সাথে যুক্ত করা ঠিক হবে না। এছাড়াও এতো দ্রুত ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার বিষয়ে সুদানের শীর্ষস্থানীয় রাজনৈতিক ও সামরিক কর্মকর্তাদের মধ্যে মতবিরোধ রয়েছে।
বাংলা/এনএস