ছবি: সংগৃহীত
অ্যামেরিকান কর্ণার খুলনার আয়োজনে উইথ শী’র ৩ দিনের প্রজনন স্বাস্থ্য বিষয়ক অনলাইন প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। অনলাইন যোগাযোগ মাধ্যম জুমে ২০ অক্টোবর শুরু হওয়া এ প্রশিক্ষণে অংশ নেয় সারা দেশের প্রায় ১৮০ জন অংশগ্রহণকারী।
এ প্রশিক্ষণে অংশ নিয়ে প্রজনন স্বাস্থ্য এর গুরুত্ব সম্পর্কে জানা এবং অন্যদের জানাতে পরিকল্পনা করেন অংশগ্রহণকারীরা। এসময় এক অংশগ্রহণকারী বলেন, "প্রজনন স্বাস্থ্য বিষয়ে আগে ধারণা ছিল না। এই প্রশিক্ষণ থেকে নিজে যেমন জেনেছি তেমনি কিভাবে অন্যদের জানাতে হবে তাও শিখেছি, সামাজিক দায়বদ্ধতা থেকে আমি সাধ্যমতো কাজ করতে চাই"।
এ অনলাইন সেমিনারে প্রজনন স্বাস্থ্য ছাড়াও বাংলাদেশের সংস্কৃতি, স্বেচ্ছাসেবী সংগঠক হিসেবে কাজ করা, প্রোজেক্ট প্লানিং করা সহ বিভিন্ন সমস্যা মোকাবেলার উপায় নিয়ে আলোচনা করা হয়।
উইথ শী সংগঠন এর ব্যবস্থাপনা কোর্স এর লিডার হিসবে দায়িত্ব পালন করেন উইথ শী’র স্ট্রাটেজিক প্লানিং টীমের প্রধান মো. আশিকুজ্জামান শেখ এবং কোর্স কো-অর্ডিনেটর হিসেবে ছিলেন অ্যামেরিকান কর্ণার খুলনার কো-অর্ডিনেটর ফারজানা রহমান। সেশনগুলো পরিচালনা করেছেন ঋতুর প্রতিষ্ঠাতা শারমিন কবির, ড্যামুডা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মেডিকেল অফিসার ডা. মানসী সাহা এবং ভিবিডি-খুলনার প্রোজেক্ট অফিসার সুমাইয়া সাফাত।
জানা যায়,২০২৪ সালের মধ্যে দেশের শতভাগ মানুষকে প্রজনন স্বাস্থ্য সচেতন করার লক্ষ্য পূরণে কাজ করা উইথ শী’র নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এ কার্যক্রম ব্যাপক প্রশংসিত হয়।