• বিনোদন ডেস্ক
  • ২৮ অক্টোবর ২০২০ ১১:৪২:৪৫
  • ২৮ অক্টোবর ২০২০ ১১:৪২:৪৫
অন্যকে জানাতে পারেন: Facebook Twitter Google+ LinkedIn Save to Facebook প্রিন্ট করুন
বিজ্ঞাপন

‘সিআইডি’র অভিনেত্রীই গাঁজাসহ আটক

ফাইল ছবি

অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর মাদকসংযোগের অভিযোগে টালমাটাল বলিউড। এরই মধ্যে নতুন করে গাঁজাসহ গ্রেপ্তার হয়েছেন ভারতীয় টিভি অভিনেত্রী প্রীতিকা চৌহান।

গত ২৪ অক্টোবর, শনিবার তাকে মুম্বাইয়ের ভারসোভা এলাকা থেকে গ্রেপ্তার করে ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। প্রীতিকার সাথে এসময় ফয়সাল নামের অপর এক ব্যক্তিকেও গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকালে প্রীতিকা ও ফয়সালের কাছে ৯৯ গ্রাম গাঁজা পাওয়া যায় বলে ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে। পরে তাদের আদালতেও হাজির করা হয়েছে।

২০১৫ সালে ছোট পর্দায় অভিষেক হিমাচল প্রদেশের মেয়ে প্রীতিকার। ইতোমধ্যে ‘সাবধান ইন্ডিয়া’, ‘সিআইডি’সহ বেশ কিছু জনপ্রিয় টিভি সিরিয়ালে দেখা গেছে তাকে। এমনকি ‘সঙ্কটমোচন বাহুবলি হনুমান’ ধারাবাহিকে তিনি দেবী সরস্বতী’র ভূমিকায়ও অভিনয় করেছেন।

অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকে শুরু হওয়া মাদকবিরোধী অভিযানে এখন পর্যন্ত ২৪ জন এনসিবি হাতে আটক হয়েছেন। গ্রেপ্তারের পর জামিনে ছাড়া পেয়েছেন সুশান্তের সাবেক প্রেমিকা রিয়া চক্রবর্তীও।

এছাড়া মাদককাণ্ডে সংশ্লিষ্টতার অভিযোগে এনসিবি’র জিজ্ঞাসাবাদের মুখে পড়েন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন, রাকুল প্রীত সিং, সারা আলী খান, শ্রদ্ধা কাপুরের মতো জনপ্রিয় তারকারাও।

বাংলা/এসএ/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Page rendered in: 0.1550 seconds.