• বিনোদন ডেস্ক
  • ২৮ অক্টোবর ২০২০ ১৪:২১:২৫
  • ২৮ অক্টোবর ২০২০ ১৪:২১:২৫
অন্যকে জানাতে পারেন: Facebook Twitter Google+ LinkedIn Save to Facebook প্রিন্ট করুন
বিজ্ঞাপন

দুরন্ত টিভি’র মজার অনুষ্ঠান ‘হাবলু গাবলু’

হাবলু আর গাবলু দুই ভাই। বয়সে বড় হলেও তাদের মন একদম শিশুদের মত। তাদের সুখ-দুঃখ, হাসি-আনন্দের প্রকাশ পায় তাদের অভিব্যক্তিতে। তারা বেশ মজার মানুষ, একটু বেশি বেখেয়ালিও। মজার মানুষ হাবলু-গাবলু কোনো কাজই ঠিকমত করতে পারে না।

তাই তাদের ভুলগুলো ঠিক করে দিতে সাথে থাকে তাদের পাখিবন্ধু। তিনজনের হাসি-আনন্দের নানান কাহিনী নিয়ে আসছে দুরন্ত টিভিতে আসছে নতুন অনুষ্ঠান ‘হাবলু গাবলু’। এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ ২৮ অক্টোবর, বুধবার টিভি’র পক্ষ থেকে এমন তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, হাবলু গাবলু চরিত্রে অভিনয় করেছেন যথাক্রমে মো. সোহেল ও মো. তোফায়েল সরকার। পাপেট পরিচালনায় আছেন সায়মা করিম। পর্ব রচনা করেছেন আবুল হোসেন খোকন, মো. তোফায়েল সরকার, মাসুম মাহমুদ ও মো. সোহেল।

অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেছেন মো. তোফায়েল সরকার ও মো. মনিরুল হোসেন শিপন। ৬৫ পর্বের এই অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে প্রতি রবি থেকে বৃহস্পতিবার, দুপুর ১টায় ও রাত ৮টায়। বিজ্ঞপ্তি।

বাংলা/এসএ/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Page rendered in: 0.1464 seconds.